‘আল্লাহ কীভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করলেন’
প্রকাশিত হয়েছে : ১:০৪:১০,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ১৪৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনায় থমকে যাচ্ছে ক্রীড়াঙ্গনও। ক্রীড়াবিদরা সরব হচ্ছেন এ ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে। সে ধারাবাহিকতায় করোনা নিয়ে নিজের অফিসিয়াল পেজে কথা বললেন সাবেক পাক পেসার শোয়েব আখতার।
করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করতে বলেন শোয়েব আখতার। এছাড়া সকলকে হাত ধোয়ার অভ্যাস করতে বলে এ সাবেক ক্রিকেটার বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে মজা হচ্ছে। দয়া করে এই নিয়ে মজা বন্ধ করুণ। এটা মজা করার জিনিস না। একে অপরের দিকে তাকান। আর হাত ধোয়ার অভ্যাস করতে হবে। হাত ধোয়ার ব্যাপারে হযরত মুহাম্মদ (স) বলে গেছেন খাওয়ার আগে ও পরে হাত ধুতে হবে, বাহির থেকে বাসায় ফিরলে হাত ধোয়া, ঘুমানোর আগে হাত ধোয়া।’
এছাড়া ইসলামে পরিষ্কার থাকার কথা বলা হয়েছে। মুসলিমরা তা মানছে না উল্লেখ করে আফসোস করেন শোয়েব। তিনি বলেন, ‘পরিষ্কার-পরিষ্কার-পরিষ্কার- ইসলামে সবসময় পরিষ্কার থাকতে বলা হয়েছে। কিন্তু আফসোস আমরা মুসলমানরা এসব ছেড়ে দিয়েছি। আর ফল দেখেন, আজ কেউ কারো সাথে হাত মেলাতে চাচ্ছে না; কারণ যদি তারও না ভাইরাসে আক্রমণ করে।’
এছাড়া আল্লাহর ইচ্ছাতেই সব হয় বলে জানান সাবেক এ গতি তারকা। বর্তমান পরিস্থিতি থেকে মানুষকে শিক্ষা নিতে বলে শোয়েব যোগ করেন, ‘দেখেন এসবই আল্লাহর ক্ষমতা। আর আল্লাহ কীভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করলেন। এসব আসলেই আল্লাহরই ইচ্ছা। মানুষের বোঝা উচিত যে আল্লাহর ক্ষমতা কত বড়; যে কিছু সময়ের মধ্যেই সবকিছু বন্ধ হয়ে গেছে।’