৩৮ তম ফোবানার শেষ প্রস্তুুতি
প্রকাশিত হয়েছে : ৬:২১:৫৩,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২৪ | সংবাদটি ৪১৪ বার পঠিত
জুয়েল সাদত : ওয়াশিংটন থেকে
৩৮ তম ওয়াশিংটন ফোবানা শেষ প্রস্তুুতি সম্পন্ন। গতকাল ২৯ আগস্ট ফোবানার বিভিন্ন স্টেটের নেতৃবৃন্দ এসে পৌছেছেন।
সব শিল্পীদের উপস্থিতিতে ফোবানার ভেন্যু সরগরম।ম্যারাথন আড্ডা, মিটিং, গেটটুগেদার নিয়ে ফোবানার শেষ প্রস্তুুতি চলছে।
স্টেজ ও সাউন্ড এর কাজ শেষ, ভেন্ডররা নানা স্টেট থেকে এসেগেছেন। বাংলাদেশের শিল্পীরাও ওয়াশিংটন ডিসিতে এসে পৌছে গেছেন।।
গতকাল অনেকেই শেষ রিহার্সেল করেছেন। ফোবানার নানা সংগঠকরা প্রাকৃতিক দুর্যোগময় কে কাটিয়ে, নানান ফ্লাইট ক্যানসেল হওয়ার পরও শেষ পর্যন্ত এসে পৌছেছেন। মেরিওট ক্রিস্টাল গেইট ওয়ে এর চম্যকার ভেন্যু।
সবার জন্য পার্কিং ফ্রি ও ১ ম দিন শুক্রবার কোন প্রবেশ টিকেট নাই বলে জানালেন হোস্ট প্রেসিডেন্ট নুরুল ইসলাম নুরু। নুরুল ইসলাম নুরু আরো জানান, একটি ভাল মানের ফোবানাই আমরা উপহার দিব। আবহাওয়া অনুকুলে থাকলে আমরা উপকৃত হব।
কনভেনর রোকশানা পারভীন জানান, আমাদের পুরো প্রস্তুুতি ভাল। সব অতিথিরা এসে গেছেন, আশা করি আমরা ৩৮ তম ফোবানায় সকলকে আনন্দ দিতে পারবে।
বাগডিসির সদস্যরা গত ১ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। একটী টীম ওয়ার্ক সফলভাবে কাজ করেছে।
নানান আয়োজনে সাজানো হয়েছে ৩৮ তম ফোবানা।