বাঘায় সংগঠনের নামে জমি ক্রয় করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ : ২৫ লক্ষ টাকার অনুদান সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:০১,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০২৪ | সংবাদটি ২৪৮ বার পঠিত
আলী হোসেন, লন্ডন:
বাঘা ইউনিয়নে ভূমি ক্রয় করে সেবামূলক কাজে ব্যবহার জন্য বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে। এই ভবনে কনভেনশন হল, লাইব্রেরী, কারিগরি এবং কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৫ অক্টোবর বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগ এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা, বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি জনাব মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা আতিক উদ্দিন, সাবেক সভাপতি আলহাজ্ব লায়েকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ, সহ-সভাপতি আলহাজ্ব ইসলাম উদ্দিন, সহ-সভাপতি হাফেজ সহির উদ্দিন, সহ-সভাপতি জামাল উদ্দিন, নির্বাহী সদস্য ফেরদৌস আলম, কোষাধক্ষ্য তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রশিদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, সদস্য বিষয়ক সম্পাদক মাওলানা জাফর ইকবাল, শিক্ষা বিষয়ক সম্পাদক সুফিয়ান আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান সায়েম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
সভায় সংগঠনের নামে ১৪ শতক ভূমি ক্রয় করে সেখানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় প্রাথমিক ভাবে ২৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয়।
সভায় প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আব্দুস সালাম, লায়েকুল ইসলাম, আব্দুল আহাদ, ইসলাম উদ্দিন, ফেরদৌস আলম, আলী হোসেন, বাবরুল ইসলাম এবং তাজ উদ্দিন।
উল্লেখ্য বাঘা ইউনিয়নের একমাত্র দারুল হাদিস মহিলা মাদ্রাসা বাঘা গৌরাবাড়ি মহিলা মাদ্রাসায় সংগঠনের পক্ষ থেকে চারটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়েছে। খুব শীঘ্রই প্রশিক্ষক নিয়োগ করে শিক্ষার্থীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।এছাড়াও যুক্তরাজ্য বসবাসরত বাঘা ইউনিয়নবাসীর জন্য ফ্রি ইমিগ্রেশন পরামর্শ চালুর ব্যবস্থা করা হচ্ছে বলে সভায় জানানো হয়।