প্রকাশিত হয়েছে : ৭:০৭:১২,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ১৪৭ বার পঠিত
জুয়েল সাদত
সেন্ট্রাল ফ্লোরিডার অরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির পিঠা উ্যসব সম্পন্ন। বাংলাদেশ সোসাইটি সেন্ট্রাল ফ্লোরিডার সবচয়ে পুরোনো সংগঠন৷ গত ২৫ জানুয়ারী ওরলান্ডোর আপনা ইভেন্ট সেন্টারে বিকেল ৪.৩০ থেকে রাড সাড়ে ১১ টা পর্যন্ত পিঠা উ্যসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়৷ বিকেল থেকেই সেন্ট্রাল ফ্লোরিডার নানা শহরের প্রতিযোগীরা নানান বাহারী পিঠা নিয়ে উপস্থিত হন। স্বাদ, বৈচিত্র্য এবং পরিবেশনে ছিল তুমুল প্রতিযোগিতা। বিচারক মোয়াজ্জেম ইকবাল, ফখরুল এহসান শেলী, মোহাম্মদ শাহিন, সাদ জামান ও অপু আহমদকে। প্রায় ৭৫ টি পিঠা উ্যসবে উপস্থিত ছিল।
তুমুল প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সোসাইটির বার্ষিক পিঠা উ্যসবে যারা সহযোগিতা করেন সাহিদুল ইসলাম সাহেদ , তেফায়েল আহমদ, আলম, মিলন আহমদ, মনির আহমদ, শাহরাজ, মইনুল আহমদ, জাহাঙ্গীর, মারুফ আহমদ, রিফাত আহমদ, ইউনুস হোসেন, রোমেল আহমদ, সামসুদ তোহা,শাহিদুল ইসলাম বাবু,স্নিগ্ধা খান লিপি প্রমুখ।
প্রতিযোগীতার শেষে উপস্থিত সকলকে পিঠা খাওয়ানো হয়।
অনুষ্টানের দ্বিতীয় পর্যায়ে ছিল স্নিগ্ধা খান লিপির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী ও রাফেল ড্র।
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের একক সংগীত পরিবেশনা। প্রীতম হাসান দেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।
কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকলেও নানা শহরের প্রবাসীরা সোসাইটির পিঠা উ্যসবে উপস্থিত হন এবং আনন্দের সাথে উ্যসবের আমেজে বেশ কয়েক ঘন্টা সময় অতিআাহিত করেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি রোমেল আহমদ ও সেক্রেটারী ইউনুস হোসেন সোসাইটির পিঠা উ্যসবে সহযোগিতার জন্য স্পন্সরদের ধন্যবাদ জানান। সভাপতি রোমেল আহমদ বলেন, আমরা আগামীতে আরও বৃহদ পরিসরে পিঠা উ্যসবের আয়োজন করব। সেক্রেটারি ইউনুস হোসেন সকলকে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে পিঠার প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের শাড়ী উপহার দেয়া হয়।