১৯ জানুয়ারী আটলান্টা ফোবানার কীক অফ মিটিং
প্রকাশিত হয়েছে : ২:০৭:০৯,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১৬২ বার পঠিত
জুয়েল সাদত :
৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ পার্টি ১৯ জানুয়ারী রোববার।
আটলান্টা ফোবানার জন্য খুবই আকর্ষনীয় স্থান। একাধিক সফল ফোবানা উপহার দিয়েছে আটলান্টা। যে কোন শহরে ফোবানা হলে আটলান্টা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সেই আটলান্টাতে আগষ্ট মাসের ২৯ থেকে ৩১, ২০২৫ হতে যাচ্ছে ৩৯ তম ফোবানার আসর। এরই মধ্যই হোস্ট কমিটি গঠিত হয়েছে। পুরোদমে কাজ শুরু হয়েছে।
আগামী ১৯ জানুয়ারী, আটলান্টার গ্লোবাল মলের আশিয়ানা ব্যাংকুয়েট হলে অনুষ্টিত হতে যাচ্ছে ৩৯ তম ফোবানার কীক অফ গালা পার্টি । এই কীক অফ পার্টিতে উপস্থিত থাকবেন বিভিন্ন শহরের ফোবানার ডেলিগেটরা এবং হোষ্ট কমিটি এবং স্পন্সররা। কীক অফে হোস্ট কমিটি ফোবানার ডেলিগেটদের আসন্ন ফোবানার নানা বিষয় অবহিত করবেন এবং ভেন্যু পরিদর্শন করাবেন। কীক অফ গালা পার্টি ফোবানার একটি প্রাক প্রস্তুুতির সভা। হোস্ট কমিটি একটি আগাম ধারনা দিবেন ৩৯ তম ফোবানায় কি কি থাকবে এবং কেমন হবে আগস্টের ফোবানা।।
আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া জানান, কীক অফ পার্টিকে ঘিরে ব্যাপক আয়োজনের প্রস্তুুতি চলছে। কীক অফ পার্টিটা আটলান্টার গ্লোবাল মলের আশিয়ানা ব্যাংকুয়েট হলেই হচ্ছে। বিভিন্ন শহর থেকে ফোবানার দায়িত্বশীলরা আসছেন। আমরা একটা পুর্নাঙ্গ ধারনা দিব, অনেক কিছুই থাকছে আটলান্টা ফোবানায়। আমরা ইতিমধ্যে নানা দেশের প্রবাসীদের ফোবানায় সম্পৃক্ত করেছি। আমাদের নানা স্পন্সরশীপ উন্মুক্ত আছে। যে কেউ ১৯ জানুয়ারী স্পন্সরশীপের বুকিং দিতে পারবেন।
কনভেনর এবং আটলান্টার অন্যতম কমিউনিটি ব্যাক্তিত্ব নাহিদুল খান সাহেল জানান, আটলান্টা সব গুলো ফোবানায় গুরুত্বপূর্ণ ভুনিকা রাখেই। তাই আটলান্টার হোম টাউনে ৩৯ তম ফোবানায় নতুনত্ব থাকবে। সবাইকে কীক অব মিটিংএ আহবান জানাচ্ছি। হোষ্ট প্রেসিডেন্ট ডিউক খান জানান, আটলান্টা ফোবানা নিয়ে কমিউনিটিতে ব্যাপক আগ্রহ আছে, আমরা কীক অব মিটিংএ বিস্তারিত জানাব ।
জুয়েল সাদত / ৩৯ তম আটলান্টা ফোবানা মিডিয়া টীম