মুল ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৪১,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৫ | সংবাদটি ১৫৫ বার পঠিত
জুয়েল সাদত :
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান মাসুূদ রব চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি মিডিয়া ব্যাক্তিত্ব আবীর আলমগীর এক যুক্ত বিবৃতিতে সম্প্রতি সাপ্তাহিক ঠিকানায় প্রকাশিত “ফোবানার নামে আদম পাচার” সংক্রান্ত খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত খবরটি আমাদেরকে উদ্বিগ্ন করেছে।আমরা দ্ব্যর্থহীন ভাবে জানাতে চাই এই খবরটির সাথে মূল স্রোতের ফোবানার কোনো সম্পৃক্ততা নেই। আমরা ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে জানাতে চাই যে আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এবং ফোবানা কেন্দ্রীয় কমিটির কোনো কর্মকর্তা কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে আমেরিকায় ভিসা সংক্রান্ত আমন্ত্রণের কোনো প্রকার চিঠি দেয়নি এবং খবরটিতে উল্লেখিত কর্মকান্ডগুলির কোনোটির সাথেই কোনো প্রকার সম্পৃক্ততা নেই।ফোবানা উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সংগঠনগুলির একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, প্রতিবছর সম্মেলনের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলররা ভোটের মাধ্যমে পরবর্তি এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করে থাকে।বিভিন্ন সময়ে আমরা দেখেছি কিছু ব্যাক্তি গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত না হতে পেরে পরবর্তীতে গুটিকয় মিলে ফোবানা নাম ব্যবহার করে সম্মেলনের নামে অনুষ্ঠানসহ নানান কর্মকাণ্ড করে থাকেন, যার দায় এসে পরে পুরো ফোবানা কমিউনিটিতে এবং সাধারন মানুষ তিনচারটি ফোবানা সম্মেলন হচ্ছে বলে বিভ্রান্ত হয়ে থাকেন।আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।এখানে উল্লেখ্য যে, এবছর ৩৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টা শহরে, এবছরের ৩৯ তম সম্মেলনটির স্বাগতিক সংগঠনের দায়িত্ব পালন করছে আটলান্টার সংগঠন “বাংলাধারা”।সম্মেলন অনুষ্ঠিত হবে আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে, সম্মেলনে অংশগ্রহণ করবে পুরো উত্তর আমেরিকা জুড়ে ২৪টি শহরের প্রায় ৮৫টি সংগঠন।
সকল মিডিয়ার প্রতি অনুরোধ থাকবে ফোবানা নাম ব্যবহার করে যদি কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি সাপ্তাহিক ঠিকানায় উল্লেখিত কর্মকান্ডগুলি সংক্রান্ত কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন কিংবা পায়তারা করেন, তবে তাদের নাম পরিচয় এবং প্রমান সহ মিডিয়ায় প্রকাশ করবেন।ভবিষ্যতে এধরনের কোনো সংবাদের দায় ফোবানা নেবেনা।
ফোবানা সংক্রান্ত যে কোন তথ্য জানতে মাসুদ রব চৌধুরী চেয়ারপারসন, ফোবানা (818) 730-1020, এক্সিকিউটিভ সেক্রেটারি মিডিয়া ব্যাক্তিত্ব আবীর আলমগীর 347 724 9518 ও মিডিয়া উপ কমিটির সদস্য জুয়েল সাদত 407 832 2882 যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
৩৯ তম আটলান্টা ফোবানার প্রস্তুুতি নিয়ে হোস্ট কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া ও হোস্ট কমিটি ব্যাস্ত সময় পার করছেন। একটি চিহ্নিত গোষ্টি ফোবানার ইমেজ নস্ট করার চেষ্টা করছেন । ফোবানার সাথে সম্পৃক্ত সবাই উত্তর আমেরিকার সম্মানিত ব্যাক্তিবর্গ, তাই কোন ধরনের বিভ্রান্তিকর সংবাদ আমলে না নেয়ার আহবান জানানো হচ্ছে।।