২৬ এপ্রিল ৩৯ তম ফোবানার মিট এন্ড গ্রীট ভার্জিনিয়ায়
প্রকাশিত হয়েছে : ৪:১১:৪৮,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৯৬ বার পঠিত
জুয়েল সাদত :
৩৯ তম আটলান্টা ফোবানার ওয়াশিংটন এর মিট এন্ড গ্রীট ২৬ এপ্রিল ওয়াশিংটন এর ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড এর নিরালায়।
আটলান্টা ও বাংলাদেশে ৩৯ তম ফোবানার মিট এন্ড গ্রীট সফল হবার পর ২৬ এপ্রিল ভার্জিনিয়ায় মিট এন্ড গ্রীট হতে যাচ্ছে ভার্জিনিয়ার নিরালা ব্যাংকুয়েট হলে।
ওয়াশিংটনে ফোবানার নির্বাহী সংসদের অনেক সদস্য থাকেন, সকলেই আাগমীকাল শনিবারের মিট এন্ড গ্রীট এবং ফান্ড রাইজিং এ উপস্থিত থাকবেন বলে জানা গেছে৷
আসন্ন ফোবাবার সর্বশেষ মিট এন্ড গ্রীট হবে নিউইয়র্ক। ফোবানার প্রস্তুুতি নিয়ে হোস্ট কমিটি রাতদিন কাজ করছে। এরই মধ্যে আসন্ন আটলান্টা ফোবানার মিডিয়া কাভারেজ নিয়ে এবং ব্যাপক প্রচার এর বিষয়বস্তুু নিয়ে মিডিয়া কমিটি ধারাবাহিক মিটিং করে যাচ্ছে।
৩৯ তম আটলান্টা ফোবানা হতে যাচ্ছে ২০২৫ সালের আগস্ট মাসের ২৯,৩০ ও ৩১ তারিখ আটলান্টার গ্যাস সাউথ এরিনা কনভেশন সেন্টারে। দি ওয়েস্টিন গুইনেটের হোটেল জুড়ে ফোবানার বিশাল আয়োজনের প্রস্তুুতি শুরু হয়েছে। হোস্ট কমিটি এবং আয়োজক বাংলাধারা নানান শহরে গণসংযোগ শুরু করেছেন।
হোষ্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া জানান, নানান উপ কমিটি কাজ শুরু করেছে এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে নানান শহরের।

আটলান্টা ফোবানা সবসময় আকর্ষনীয় হয় উল্লেখ করে ৩৯ তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, নানা বৈচিত্র্যময় আয়োজন থাকবে ৩৯ তম ফোবানায়। ফেন্যুটা অসাধারন, সবার পছন্দ হবে। নাহিদুল খান সাহেল আরো জানান, ফোবানা আগের যে কোন সময়ের চেয়ে প্রবাসীদের নিকট আকর্ষনীয়, তাই আমরা অনেক নতুন নতুন বিষয় সংযোজন করব।
ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া বলেন, আটলান্টা ফোবানা হবে এ যাবতকালের সব গুলো ফোবানার মধ্য ইউনিক। আমাদের শহরে কোন বিভাজন নাই, আমাদের আঁটলান্টায় সবাই ঐক্যবদ্ধ। আমরা ভাল ফোবানা উপহার দিব।