ডা: গালিব খলিল এর কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ১১:২৪:৫১,অপরাহ্ন ২৪ মে ২০২৫ | সংবাদটি ২৭ বার পঠিত
জুয়েল সাদত :
গালিব খলিল ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কলেজ অব ফার্মেসী থেকে ডক্টর অব ফার্মেসীতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে কৃতিত্বের সাথে। সে আগামীতে আরো উচ্চতর ডিগ্রি অর্জন করতে আগ্রহী।
জনাব খলিল খান ও শাকিলা খানের মেধাবী ছেলে গালিব ফার্মা ডি সম্পন্ন করায় তিনি মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করেছেন। গালিব খানের গ্রামের বাড়ী কেরানীগঞ্জ জেলায়।
খলিল খানের তিন ছেলে। তিন ছেলের বড় ছেলে গালিব। মেঝ ছেলে আদিব খান ও ছোট ছেলে মাহিন খান। গালিব খলিলের ইচ্ছা স্থাস্থ্যখাতে বৃহদ পরিসরে কাজ করা এবং চ্যারিটীর মাধ্যমে বৃহদ আকারে মানুষের উপকার করা।
গালিব মনে করেন তার এই সাফল্যের পেছনে তার পরিবার এর অবদান অনেক। বিশেষ করে পিতা খলিল খান ও মাতা শাকিলা খানের গাইড তাকে ভাল রেজাল্ট করতে সহযোগিতা করেছে।
ডা: গালিব খলিল ( ফার্মা ডি ) সকলের নিকট দোয়া চেয়েছেন।