প্রকাশিত হয়েছে : ৪:০৩:১১,অপরাহ্ন ০৬ মে ২০২৫ | সংবাদটি ১১২ বার পঠিত
জুয়েল সাদত :
৩৯ তম আটলান্টা ফোবানার নিউ ইয়র্ক এর মিট এন্ট গ্রীট ও কমিউনিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ মে,২০২৫।
আটলান্টা হোস্ট কমিটির একটি প্রতিনিধিদল নিউইয়র্কে তিনদিন কমিউনিটির নানা সংগঠন, স্পন্সর এবং শিল্পীদের সাথে জনসংযোগ করবে। ফোবানার নির্বাহী কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবীর আলমগীর নিউইয়র্ক এর আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময় সভার এবং মিডিয়া হাউসগুলোর সাথে জনসংযোগ করর্ডিনেট করছেন।
৩৯ তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল, প্রেসিডেন্ট ডিউক খান, কো কনভেনর কাজী নাহিদ ও মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া নিউইয়র্কে যাবেন ৯ মে। আরো কয়েকজন হোস্ট মেম্বার যোগ দেবার সম্ভাবনা রয়েছে।
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া জানান, ৩৯ তম আটলান্টা ফোবানার নানা আপডেট নিউইয়র্কের মিডিয়া হাউসগুলোর সাথে বসে অবহিত করবেন।
উত্তর আমেরিকার রাজধানী খ্যাত নিউইয়র্কে ১৯ টি সাপ্তাহিক পত্রিকা ও ১৫ টির মত টিভি মিডিয়া কমিউনিটির সংবাদ পরিবেশন করে ৷ মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া ও কনভেনর নাহিদুল খান সাহেল বৃহদ পরিসরে একাধিক মত বিনিময় করবেন বলে জানান। উত্তর আমেরিকার নিউইয়র্কে কর্মরত সাংবাদিক, গনমাধ্যম গুলোকে মুলধারার ফোবানা, ৩৯ তম আটলান্টা ফোবানার তিনদিনের প্রস্তুুতি অবহিত করা হবে। এছাড়াও যারা ফোবানার স্পন্সর করতে আগ্রহী তাদের সাথে মতবিনিময় হবে। নিউইয়র্কে অনেক প্রতিষ্টান ৩৯ তম ফোবানায় উপস্থিত থাকবে বলে জানা গেছে।
কনভেনর নাহিদুল খান সাহেল জানান, এবারের আয়োজক কমিটির নেতৃবৃন্দ এনআরবি ও সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে বিজনিস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, যুবমেলা, কাব্য জলসা, বইমেলা, ইয়ুথ ফোরাম গঠন, জব ট্রেইনিং, রিজিউমে প্রিপারেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় নিয়ে ভিন্ন মাত্রার একটি ফোবানায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান।
আটলান্টা ফোবানায় যুক্তরাষ্ট্রের প্রায় ৮৬ টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশ নিচ্ছে।
এ বছরের ২৯ -৩১ আগস্ট আটলান্টার গেস হাউস কনভেনশন সেন্টারে তিনদিনের ফোবানা অনুস্টান হবে। হোস্ট কমিটির নিউইয়র্কের জনসংযোগ ও মত বিনিময় সভায় নিউইয়র্কের বৃহদ বাংলাদেশী কমিউনিটিকে সম্পৃক্ত করার চেষ্টা থাকবে বলে জানান হোস্ট প্রসিডেন্ট ডিউক খান।
এছাড়াও ডিউক খান জানান, নিউইয়র্কে একটি গোস্টি ফেবানা নিয়ে অপপ্রচার চালায়। ৩৯ তম মুল ফোবানা আটলান্টায় অনুষ্ঠিত হবে এবং ফোবানা একটি ফরমেটে ৩৯ বছর থেকে চলমান, এটা তুলে ধরা হবে বলে জানান ডিউক খান। এছাড়াও যারা ফোবানায় পারফর্ম করতে ইচ্ছুক তাদের মাহবুব ভুইয়া ও আবীর আলমগীর এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।