হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:০৬,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ২৬৯ বার পঠিত
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসায় গতকাল (৫ ফেব্রুয়ারি, বুধবার) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি সংগঠক এনামুল হক লিটন, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী ইমরানুল হক এবং যুক্তরাজ্য প্রবাসী সংগঠক আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, প্রভাষক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুস শহীদের ছেলে সাহেল আহমদ, গর্ভনিং বডির সদস্য ফজলুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন,”অনেকে টাকা-পয়সা হলে সিনেমা হল গড়ে তোলেন, কিন্তু মরহুম হাজী আব্দুস শহীদ একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যা দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ বয়ে আনবে।”
তিনি মরহুম আব্দুস শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার সন্তানদের প্রশংসা করে বলেন,”যোগ্য পিতার যোগ্য সন্তানরা আজ মাদ্রাসাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করে পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান আরও বলেন,
“এই মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটির একনিষ্ঠ পরিশ্রমের ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি এনামুল হক লিটন বলেন,
“মাদ্রাসার উন্নয়নে এলাকাবাসীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগে আরও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মরহুম হাজী আব্দুস শহীদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি সরকারের এমপিওভুক্ত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।