ভার্জিনিয়ায় আটলান্টা ফোবানার মিট এন্ট গ্রীট সম্পন্ন
ভার্জিনিয়ায় আটলান্টা ফোবানার মিট এন্ট গ্রীট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:১৩:১৪,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৭৩ বার পঠিত
জুয়েল সাদত :
৩৯ তম আটলান্টা ফোবানার সফল মিট এন্ট গ্রীট ভার্জিনিয়ার স্প্রিংফিডে গত ২৬ এপ্রিল সফল ভাবে সম্পন্ম হয়।
ওয়াশিংটন,ভার্জিনিয়া,মেরীল্যন্ডে ফোবানার সফল সংগঠকরা বসবাস করেন। ভার্জিনিয়ার মিট এন্ড গ্রীট ও ফান্ড রাইজিং ফোবানা সফলে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে৷ গত শনিবার স্প্রিংফিল্ড এর নিরালা ব্যাংকুয়েট হলে ওয়াশিংটনের আশে পাশের সবাই উপস্থিত হন। আটলান্টা সব সময় ফোবানায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে, তাই আটলান্টার হোস্ট কমিটিকে ওয়াশিংটন এর নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। মুল মিট এড গ্রীটের পুর্বেই ২৫ এপ্রিল আরেকটি মিট এন্ড গ্রীটের অনুষ্টান হয়, সেখানে ২৫ এপ্রিল শুক্রবার ফোবানা মেম্বার সংগঠনগুলো সাথে আটালান্টার নেতৃবৃন্দ আলাপ আলেচনা করেন। সব গুলো সংগঠন এবং ফোবানার মেম্বাররা সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন আটলান্টার হোস্ট কমিটিকে।
২৬ এপ্রিল মুল মিট এন্ড গ্রীট নিরালায় শুরু হয় সাড়ে সাতটায়। সভার শুরুতে মিডিয়া কমিটির সদস্য মিডিয়া ব্যাক্তিত্ব এন্থনী গোমেজ ফোবানার বিষয়বস্তুু আলোকপাত করেন।
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া ৩৯ তম আটলান্টা ফোবানার নানা আপডেট উপস্থাপন করেন এবং ওয়াশিংটন ও ভার্জিনিয়ার সকলকে আটলান্টায় আমন্ত্রন জানান। মাহবুব ভুইয়া আরো জানান, এবারের আয়োজক কমিটির নেতৃবৃন্দ এনআরবি ও সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে বিজনিস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, যুবমেলা, কাব্য জলসা, বইমেলা, ইয়ুথ ফোরাম গঠন, জব ট্রেইনিং, রিজিউমে প্রিপারেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় নিয়ে ভিন্ন মাত্রার একটি ফোবানা সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি ব্যাক্ত করে বৃহত্তর ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালিদের বিপুল অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশ নিচ্ছে। মিট এন্ড গ্রীট অনুস্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোবানা সম্মেলনের সদ্য সাবেক চেয়ারম্যান অ্যাটর্ণী আলমগীর, ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, একই বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আহমেদ, ফোবানা কেন্দ্রীয় কমিটির কোষাধক্য ড. প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, কোঅর্ডিনেটর নাহিদুল খান, সিনিয়র সহ-কোঅর্ডিনেটর কাজী নাহিদ, মেম্বর সেক্রেটারি মাহমুদুর রহমান ভূঁইয়া, ভার্জিনিয়ার প্রবীন জনহিতৈষী মজহারুল হক, ৩৮ তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, মেম্বার সেক্রেটারি আবু রুমি ।
৩৯ তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল , ওয়াশিংটন এর নেতৃবৃন্দদের ও স্পনসরদের আটলান্টা ফোবানায় সম্পৃক্ত হবার আহবান জানান। আটলান্টা ফোবানার প্রেসিডেন্ট ডিউক খান বলেন, চম্যকার আবহাওয়া ও দৃস্টিনন্দন পর্যটনের জন্য নানা স্টেটের প্রবাসীরা আটলান্টা ফোবানায় অংশগ্রহণের আগ্রহ ব্যাক্ত করেছেন। সবার নিকট প্যাকেজ দ্রুত কেনার আহবান। মেম্বার সেক্রেটারী মাহবুব ভইয়া ৩৯ তম ফোবাবায় সহযোগিতার আহবান জানান।
৩৮ তম ফোবানার কনভেনর রোকশানা পারভীন এর স্বামী ফোবানার ভেটারান সদস্য এবিএম মোস্তফার অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন।
আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল, প্রেসিডেন্ট ডিউক খান, কো কনভেনর কাজী নাহিদ ও মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া অসুস্থ জনাব মোস্তফা কে দেখার আগ্রহ জানালে হসপিটাল কতৃপক্ষের বিধিনিষেধ এর কারনে দেখা করতে পারেন নাই। তারা ফোনে কথা বলে ফোবানার সকলের দোয়া পৌছান।
আগামী ২৯, ৩০ ও ৩১শে আগস্ট জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনের স্লোগান হচ্ছে – প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ।