ভার্জিনিয়ার সংগঠন গুলোর সাথে আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময়
ভার্জিনিয়ার সংগঠন গুলোর সাথে আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৯:১০:২৪,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২৫ | সংবাদটি ১১০ বার পঠিত
জুয়েল সাদত :
ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ৩৯ তম আটলান্টা ফোবানার হোস্ট কমিটির সাথে ভার্জিনিয়ার সংগঠনগুলোর মত বিনিময় সম্পন্ন। ওয়াশিংটন, মেরীল্যান্ড, ভার্জিনিয়ায় প্রায় অর্ধশত সংগঠন রয়েছে। এই সাংগঠনিক দক্ষতার কারনে ওয়াশিংটনে ফোবানা সব সময় সফল হয়। কয়েকশত দক্ষ সংগঠক সারা বছর নানা কর্মকান্ডে মাতিয়ে রাখেন। সাংগঠনিক ভাবে ভার্জিনিয়া, ওয়াশিংটন, আলেকজান্দ্রিয়া, ম্যারিল্যান্ড এর প্রবাসীরা সাংস্কৃতিক কর্মকান্ডে অতুলনীয়। ফোবানার সদস্য সংগঠন ও ঐ এলাকায় বেশী। ৩৯ তম আটলান্টা ফোবানার মুল মিট এন্ড গ্রীটের আগেই আটলান্টার হোস্ট কমিটি সংগঠন গুলোর সাথে বসে তাদের সহযোগিতা কামনা করেন। এরই ধারাবাহিকতায় গত এপ্রিল ২৫ ২০২৫ শৃক্রবার রয়েল কাবাব প্লেস, আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ায় ৩৯তম ফোবানা কনভেনশন ২০২৫ এর মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, ফোবানা কনভেশন ২০২৫ এর কনভেনর নাহিদুল খান সাহেল, ফোবানা কনভেনশন ২০২৫ এর মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া, সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাইটপোর প্রেসিডেন্ট কবি,লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদ। সভাপতিত্ব করেন একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভীন পাটোয়ারী। মুল আয়োজনে ছিলেন একাত্তর ফাউন্ডেশনের কবির পাটোয়ারী, জাকির চৌধুরী, বাইটপোর সামছুদ্দীন মাহমুদ, স্বাধীন বাংলাদেশের মজনু মিয়া, ম্যারিল্যান্ড ফ্র্যান্ডস এন্ড ফ্যামিলির মোহাম্মদ কাজল। আরো বক্তব্য রাখেন ফোবানার সেন্ট্রাল কমিটির ট্রেজারার ডঃ প্রিয়লাল কর্মকার, বাই এর প্রেসিডেন্ট দিলশাদ চৌধুরী চুটি, বাংলাদেশ এমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসান চৌধুরী, সুরবিতানের মোঃ কামাল, জাগো বাংলাদেশের তারেকুর রহমান জনি, স্বপ্নবাজ এর পল্লব আনসারী, বিশিষ্ট রিয়েলটর নিক রোয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বিশিষ্ট রিয়েলটর মোঃ কাদের, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ, স্বপন ইসলাম, রাসেল সারা খান, মোহাম্মদ হোসাইন দিপু প্রমুখ।
ফোবানার কনভেশন ২০২৫ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আটলান্টা থেকে আগত নেতৃবৃন্দ। এর পর অনুষ্ঠানে প্রায় ৪৬ টি সিলভার প্যাকজে বিক্রি হয়। ফোবানার নেতৃবৃন্দের এ মীট এন্ড গ্রীট থেকে ৫০ হাজার ডলার কালেকশনের লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় ৬০ হাজার ডলার সংগৃহিত হয়। ওয়াশিংটন থেকে এবারের ফোবানায় বিশাল একটি গ্রুপ যোগ দেবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য এবারের ৩৯ ফোবানা কনভেনশন হবে লেবার ডে উইক্যান্ডে ২৯, ৩০ এবং ৩১ আগস্ট ২০২৫ জর্জিয়ার আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন তালহা রহমান, তারেকুর রহমান জনি ও মাহিন সুজন।
৩৯ তম আটলান্টা ফোবানার মিডিয়া টীম ফোবানাকে সফল করতে ও ব্যাপক প্রচারে ভুমিকা রাখছে। ইতিমধ্যে উত্তর আমেরিকা জুড়ে ফোবানাকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো বন্ধ করা হয়েছে। ফোবানার ৩৯ তম আসর আটলান্টাতেই হচ্ছে আগস্ট মাসের শেষ সপ্তাহে।