প্রকাশিত হয়েছে : ৪:১৭:৪৬,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ২৫১ বার পঠিত
জুয়েল সাদত :
৩৯ তম আটলান্টা ফোবানার ঢাকার মিট এন্ড গ্রীট আগামী ৭ জানুয়ারি ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে৷ ফোবানার নির্বাহী কমিটির এক্সজিউটিভ সেক্রেটারি আবীর আলনগীর জানান, ৩৯ তম আটলান্টা ফোবানা সফল করতে ঢাকায় মিট এন্ড গ্রীটের জন্য ফোবানার নির্বাহী কমিটির একটি বিশেষ টীম ও হোস্ট কমিটির প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
গুলশান ক্লাবের মিট এন্ড গ্রীট এর সুধিসমাবেশে মিডিয়া কর্মি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং বাংলাদেশে অবস্থানরত ফোবানার সদস্যরা উপস্থিত থাকবেন
আমেরিকার বাংলাদেশীদের সর্ববৃহদ সংগঠন ফোবানা বিগত ৩৮ টি সফল কনভেনশন করেছে। ২০২৫ সালে আগষ্টের ২৯ -৩১ আগস্ট আটলান্টায় ৩৯ তম ফোবানার চুরান্ত প্রস্তুুতি চলছে। ঢাকায় ৭ জানুয়ারী বাংলাদেশের ব্যবসায়ীদের, স্পন্সরদের ৩৯ তম ফোবানার বিস্তারিত জানানো হবে৷
হোস্ট কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া জানান, আটলান্টা থেকে হোস্ট কমিটির অনেকেই ঢাকার মিট এন্ড গ্রীটে থাকবেন।
ফোবানার নির্বাহী সংসদের চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী জানান, ফোবানার বিষয়ে ঢাকার অনেকেই আগ্রহী, অনেক বড় বড় কোম্পানী ও ব্যাক্তিবর্গ ফোবানায় সম্পৃক্ত হতে আগ্রহী, এটাই ফোবানার সার্থকতা। ফোবানার স্কলারশীপ ও চ্যারিটী আরও প্রসারিত হবে আগামীতে। ফোবানা একটি সফল সংগঠন, যা পুরো আমেরিকার সকল সংগঠন গুলোকে প্রতিনিধিত্ব করে।
ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, ৭ জানুয়ারির গুলশান ক্লাবের মিট এন্ড গ্রীটে বাংলাদেশে অবস্থানরত ফোবানা সদস্যদের আহবান জানান।
৩৯ তম আটলান্টা ফোবানার বিষয়ে যে কোন তথ্য জানতে বা স্পন্সরশীপ নিতে বা অংশগ্রহণ করতে যোগাযোগ করতে পারেন নাহিদুল খান সাহেল ( কনভেনর) , মাহবুব ভুইয়া ( মেম্বার সেক্রেটারি) হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, হোষ্ট কমিটির চীফ করর্ডিনেটর দিলু মওলা, হোস্ট কমিটির সিনিয়র কো কনভেনর কাজী নাহিদ, জুয়েল সাদত চেয়ারম্যান মিডিয়া।
উল্লেখ্য গত ১৯ জানুয়ারি, আটলান্টাতে ৩৯ তম ফোবানার কীক অব পার্টিতে ১৩ টি স্টেটের ২৪ জন ডেলিগেট উপস্থিত ছিলেন।
বাংলাধারার আয়োজনে আটলান্টা ফোবানায় এবার থাকবে নতুন নতুন অনেক সেগমেন্ট এবং সর্বোচ্চ সংখ্যক স্টেট থেকে সংগঠন উপস্থিত থাকবে বলে জানান মাহবুব ভুইয়া ও নাহিদুল খান সাহেল।