ঢাকায় NRB সামিটে আটলান্টা ফোবানার মত বিনিময়
প্রকাশিত হয়েছে : ৯:৪২:২৫,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১৭৯ বার পঠিত
জুয়েল সাদত :
ঢাকায় এনআরবি কনভেনশনে আটলান্টা ফোবানার মতবিনিময় এবং গেট টুগেদার সম্পন্ম।
গত ২৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে NRB ওয়ার্ল্ড সামিট অনুষ্টিত হয়। সেখানে ফোবানার ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
এন আর বি সামিটে ফোবানার জন্য স্পেশাল বুথ ছিল। বিভিন্ম দেশের প্রবাসী এন আর বি ডেলিগেটরা ফোবানা সম্পর্কে অবহিত হন এবং ফোবানায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
৩৯ তম আটলান্টা ফোবানার একটি বড় টীম এনআরবি সামিটে অংশগ্রহণ করেন ঢাকায় । এছাড়াও নিউইয়র্ক ও ফ্লোরিডা থেকেও ফোবানার ডেলিগেটরা উপস্থিত হন।
আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুব ভইয়া, ৩৯ তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, কো কনভেনর কাজী নাহিদ উপস্থিত ছিলেন। আরও ছিলেন ফোবানার নির্বাহী কমিটির সহ সভাপতি মায়ামীর এম রহমান জহির, ২০১৯ সালের ফোবানার কনভেনর নার্গিস আহমদ, ২০২৬ লস এনজেলস ফোবানার ড. জয়নাল আবেদীন ও ফোবানার শুভাকাঙ্ক্ষী গেলাম ফারুক ভুইয়া, এনামুল হক সহ নানা শহরের ফোবানার সদস্যরা্।
ঢাকার শেরাটনের এনআরবি সামিটে বিশ্বের নানা দেশের সফল ব্যবসায়ীরা অংশগ্রহণকারী হিসাবে ছিলেন। সেখানে প্রবাসীদের মধ্য বেশ কয়েকজনকে বিশেষ সম্মামনা দেয়া হয়। তবে সব কিছুর মুল আকর্ষন ছিল ফোবানার ষ্টল।
৩৯ তম ফোবানার মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া বলেন, ঢাকায় আমাদের উপস্থিত সবার নজর কড়েছে। সবাই ফোবানায় অংশগ্রহণে ইচছুক। অনেক স্পন্সর আশা করছি নানা দেশের। আমরা ১৯ জানুয়ারীর কীক অব গালার পর বাংলাদেশে আবারও ফোবানার প্রেস কনফারেন্স করব। মাহবুব ভুইয়া আরো জানান, আটলান্টা ফোবানার বিজনেস লাঞ্চে ঢাকার অনেক ব্যবসায়ীরা থাকবেন, এছাড়াও নানা দেশের সফল প্রবাসী ব্যবসায়ীরা থাকবেন।
আমরা আশা করছি, ৩৯ তম ফোবানায় আমাদের অনেক পুরোনো সংগঠন ফোবানায় ফিরে আসবে।
৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, বাংলাদেশের নানা মাধ্যমের ব্যবসায়ীরা ফোবানার বিষয়ে আগ্রহী, আশা করছি বাংলাদেশ থেকে আটলান্টা ফোবানায় অনেকেই আসবেন। সাহেল বলেন, মুলত রিয়েল এস্টেটের ব্যবসায়ীরা আসবেন। তবে আমরা সবাইকে ইনভাইট করছি। আমরা সম্মিলিত ভাবে একটা ভাল ফোবানা উপহার দিব।
ফোবানার বুথে নানা দেশের বিজম্যানরা, এক্সপার্টিসরা এবং নানা মাধ্যমের সফল প্রবাসীরা অধির আগ্রহী হয়ে পরিদর্শন করেন। ৩৯ বছর থেকে চলমান ফোবানার কার্যক্রম জেনে ভুয়শী প্রশংসা করেন। ফোবানার নানা মানবিক কাজের সম্পর্কেও তাদের অবহিত করা হয়। এবারের ফোবানায় মিডিয়া পার্টনার জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ ও প্রথম আলো উত্তর আমেরিকা।
( জুয়েল সাদত /৩৯ তম আটালান্টা ফোবানা মিডিয়া টীম)