ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ সফলভাবে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:০১:০৫,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ৬৩ বার পঠিত
আব্দুল বাছির, লন্ডন হতে:
গত ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ঈসমাইল আহমদ, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম।
জাকজমকপূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠানে চব্বিশ জন বেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়, এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী চমৎকার ভাবে সুসৃংখল পরিকল্পনার মাধ্যমে এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান সম্পন্ন করায় ঢাকাদক্ষিণ উন্নয়ণ সংস্থার কার্যনির্বাহী কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার চেয়ার অফ নিউহ্যাম কাউন্সিলর রহিমা রহমান, মেয়র অফ কেমডেন কাউন্সিল কাউন্সিলর সামাতা খাতুন, আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আতাউর রহমান আংগুর মিয়া, মাষ্টার তছউর আলী,জমির উদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, আলাউদ্দিন আহমেদ, রুহুল আমিন সেলিম, মস্তফা আহমদ, ভাইস প্রেসিডেন্ট ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট দেলওয়ার আহমদ শাহান, সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহকারী ট্রেজারার সাদেক আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, ইসি মেম্বার মামুনুর খান, আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল চৌধুরী, কামরুজ্জামান কামরান, আজিজুর রহমান, মামুন আহমদ, মোহাম্মদ রাজীব।
এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন এই সম্মাননা আমাদের আগামী দিনের পথচলায় প্রেরণা যোগাবে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় শিক্ষার্থীরা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভুয়সী প্রশংসা করেন।
বিপুল সংখ্যক সংস্থার সদস্য, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্যোশাল ট্রাস্ট ইউকের সহ সভাপতি ছালেহ আহমদ, সাহেদ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মিছবাহ উদ্দিন, লন্ডন এন্টারপ্রাইজের মুহি মিকদাদ, খায়রুল উদ্দিন, তৌফিক আহমেদ টিটু, সৈয়দ জহুরুল হক, জামাল আহমেদ খান, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইসলাম উদ্দিন, সাব্বির আহমেদ, সাবাহ বাশির, আব্দুল মুনিম, ফরিদ উদ্দিন, তারেক আহমেদ, আব্দুল মতিন, মুকিতুর রহমান, নাসরিন শাহজাহান, ফখরুল ইসলাম, মহিমা খাতুন, সুলতান হায়দার, হাবিবুল চৌধুরী টিপু, জয়নুল হক, ফারহাত বাছির।
অত্যন্ত আন্তরিকতার সাথে উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক গৃহিত মানবতার কল্যানে গৃহিত সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।