সেন্ট্রাল ফ্লোরিডায় ২০২৫ আটলান্টা ফোবানার মত বিনিময়
প্রকাশিত হয়েছে : ১১:১২:১৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০২৪ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
জুয়েল সাদত :
সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতে ৬ ষ্ট এশিয়ান ফুড ফেয়ারে আগত ফোবানার নেতৃবৃন্দ এর সাথে ফ্লোরিডা কমিউনিটির মত বিনিময় অনুষ্টিত।
গত ২৩ নভেম্বর শনিবার সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমির সিলভার স্পোর্টস এরিনায় এশিয়ান ফুড ফেয়ারে উপস্থিত হয়ে ২০২৫ আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া বলেন, আটলান্টা ফোবানা হবে এ যাবতকালের সব গুলো ফোবানার মধ্য ইউনিক।
২০২৫ সালের আটলান্টা ফোবানায় যারাই আসবেন চম্যকার আবহাওয়া ও বৈচিত্র্যময় শহরটা উপভোগ করবেন। সব বিষয়ের পারদর্শীদের নিয়ে অসাধারন একটি কমিটি হবে।
নাহিদুল খান সাহেল বলেন, আমাদের ভেন্যুটা অসাধারন, আমরা ১৯ জানুয়ারী সবাইকে কীক অব পার্টিতে সব কিছু দেখাব। মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন, ফ্লোরিডা কমিউনিটি সব সময় সহযোগীতা করেন, এবারও সহযোগীতা করবেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার প্রতিনিধি এম রহমান জহির, জনাব আশরাফ ও সেন্ট্রাল ফ্লোরিডার জুয়েল সাদত মত বিনিময় সভায় বলেন, আটলান্টা ফোবানায় ফ্লোরিডা ভাল কনট্রিবিউশন থাকবে। আগামী এপ্রিল এর মায়ামী এশিয়ান ফুড ফেয়ারের পর আটলান্টা ফোবানার সাথে মায়ামীতে বৃহদাকার মত বিনিময় হবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ২০২৫ আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ( আটলান্টা) , মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া ( আটলান্টা), ফোবানার নির্বাচন কমিশনার ডিউক খান ( আটলান্টা) , ফোবানার সদস্য কাজী নাহিদ ( আটলান্টা) , ফোবানার সদস্য মহিউদ্দিন দুলাল ( আটলান্টা) , ফোবানার নির্বাহী সংসদের নব নির্বাচিত কোষাধ্যক্ষ ডক্টর প্রিয়লাল কর্মকার
( ভার্জিনিয়া) , ফোবানার নির্বাহী সদস্য নাহিদা নাসের ইয়াসমিন ( টেক্সাস) , ফোবানার নির্বাহী কমিটির নব নির্বাচিত সহ সভাপতি এম রহমান জহির ( মায়ামী) , বাবুল হাই
( ওরলান্ডো), আটলানন্টা ফোবানার মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক- কলামিষ্ট জুয়ে্ল সাদত। উল্লেখ্য ২৩ ও ৩৪ নভেম্বর কিসিমিতে ২ দিনের এশিয়ান ফুড ফেয়ারে উপস্থিত ছিলেন আমেরিকার নানা শহরের ফোবানার শুভাকাঙ্ক্ষিরা। আরো উপস্থিত ছিলেন ফোবানার নিয়মিত শিল্পী মিমি আলাউদ্দিন। ।