সমিতির বাস পিকনিকে ছিল উচ্ছাস ও আনন্দ
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:৪০,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০২৪ | সংবাদটি ২১৯ বার পঠিত
জুয়েল সাদত :
সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সমিতির বাস পিকনিক সম্পন্ন। বাংলাদেশ সমিতি সেন্ট্রাল ফ্লোরিডায় একটি স্বনামধন্য সংগঠন। এবারের ৪র্থ বাস পিকনিকটি ছিল ১০ নভেম্বর রোববার। শহরের চারটি সিটি সেনফর্ড, লেকলেন্ড, টেম্পা ও ওরলান্ডো থেকে বাসগুলো সকাল ৯ টায় আপনা বাজারে এসে জড়ো হয়। সেখান থেকে ৪ টি বাসযোগে ও আলাদা আলাদা বেশ কিছু গাড়ী করে ৩৫০ জনের বিশাল বহর কোকো বীচ পার্কে যান এক ঘন্টা বাস জার্নি করে।
সকালে বাস ছাড়ার সময় সবাইকে ব্রেকফাস্ট বক্স পরিবেশন করা হয়। আগের রাতে সমিতির সদস্যরা সাড়ে ৪০০ প্যাকেট তৈরী করেন মুরাদ – নিশির বাসায় । ৪র্থ বাস পিকনিক নিয়ে ছিল প্রবাসীদের উচ্ছাস। যারা নানা শহর থেকে নতুন ফ্লোরিডায় এসেছেন, তাদের আগ্রহ বেশী ছিল।
বাস ব্রেভার্ড কাউন্টির পার্কে পৌছার পর সকল প্রবাসীদের মৌসুম ফল আম ভর্তা পরিবেশন করা হয়। নুরুল ইসলাম টোবাকো ভাই ফ্রেস রান্না করে খাসির মাংস পরিবেশন করেন, ছিল দুপুরের খাবারে ৪ রকমের ভর্তাসহ মুখরোচক লাঞ্চ।
দুপুরের লাঞ্চের আগেই বাচ্চাদের খেলাধুলার পর্ব ও মহিলাদের নানা ইভেন্ট শেষ করেন সমিতির ভলান্টিয়াররা।অসাধারন পার্কের চারিদিকে লেক ও বিশাল আয়তন সকলকে মুগ্ব করে। ছিল বুট ও মুড়ি ভর্তা। বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই।
অনেকেই গাড়ীতে করে যোগ দেন, সাড়ে তিনশত জন প্রবাসীদের এই বাস পিকনিক এর জন্য সারা বছরই ওরলান্ডোবাসী অপেক্ষা করে থাকেন।লাইভ গান পরিবেশন স্বপন অধিকারী ওনাজিম । নাজিম ও স্বপন দুজন জনপ্রিয় শিল্পী, প্রবাসীদের অনুরোধে একটানা গান পরিবেশন করে মাতিয়ে রাখেন।
বাংলাদেশ সমিতির সভাপতি মুক্তিযোদ্বা শামীম মৃধা, শুভেচ্ছা বক্তব্যে সকল প্রবাসী দের ধন্যবাদ জনান। তিনি বলেন, আগামী বছর আরো বেশী আনন্দময় করে তুলার চেস্টা করা হবে।
বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক মুরাদ হোসেন বলেন, এটা একটা টীম ওয়ার্ক। আমরা সবাই মিলেই চেস্টা করি বাস পিকনিকটাকে ইউনিক করে তুলার। সবাই সহযোগীতা করেন, এটাই আনন্দ।
বাস পিকনিকের অন্যতম আয়োজক আনোয়ার হোসেন সেন্টু বলেন, এটা আমরা সুষ্টভাবে করতে পারি সবার সহযোগীতায়। এটা আগামীতে আরো বৃহদাকারে হবে ইনশাল্লাহ।
অন্যতম আয়োজক সামসুদ্দিন শোভন বলেন, আমাকে লেকলেন্ড থেকে বাস নিয়ে টেম্পায় গিয়ে সবাইকে আনতে হয়েছে, আমি আনন্দবোধ করেছ। কারন এটা টীম ওয়ার্ক।
মুক্তিযোদ্বা শামীম মৃধা, বাংলাদেশের ৮ টি জাতীয় পতাকা দিয়ে, অস্থায়ী বাংলাদেশ কর্নার তৈরী করেন। যা ছিল বাস পিকনিকের বাড়তি আকর্ষন।
যারা সহযোগীতায় ছিলেন, নাজিমউল্লাহ লিটন, ইসহাক আলী, নুরুল ইসলাম টোবাকো, মোহাম্মদ বাহার, সাইদ আহমদ, আসিফ কাজী সুকন, সবুজ, জুয়েল সাদত, সগির মিয়া, রাসেল মিয়া, কমল, মনোয়ার হোসেন, স্বপন অধিকারী,জহির আহমদ, নাজিম, বুলবুল আহমদ, সোহেল, জালাল মৃধা,লুপা, নিশি, তানিয়া, পারভীন খালা, মিশু, জলি ভাবী।
মধ্যদুপুরে বৃস্টি চল আসে, সবাই বৃহদাকার এর প্যাভিলিয়ন এ বসে জোহরের নামাজ পড়েন এবং বৃস্টি চলাকালীন মহিলাদের পিলো কম্পিটিশন চলতে থাকে।ফ্লোরিডায় নতুন মুভ করে আসা অনেক প্রবাসী জানান, বাস পিকনিকটা এত সুন্দর ও গোছালো। আমরা আমেরিকার নানা স্টেইটে ছিলাম, এরকম করে পুরো কমিউনিটিকে নিয়ে বাস পিকনিক দেখি নাই ।
বাংলাদেশ সমিতির সব কিছুই ইউনিক। শহরের বাহিরে অনেক দুরে বাসে চলে আসা এবং নানা রকম মুখরোচক খাবার অসাধারন। বিকেলে প্রবাসী দের শীতের বিশেষ পিঠা পরিবেশন করা হয়। সন্ধ্যায় বাচ্চাদের নানা ইভেন্টের বিজয়ীদের পুরষ্কৃত করেন সমিতির নেতারা। সন্ধ্যা ৭ টার পর সব গুলো বাস যার যার গন্তব্য ছুটে যায়।
বাস পিকনিকের সমাপনিতে নাজিম উল্লাহ লিটন, সামসুদ্দিন শোভন, মুরাদ হেসেন, আনোয়ার হোসেন সেন্টু ও সুকন কাজী সকলকে ধন্যবাদ জানান।