প্রকাশিত হয়েছে : ৪:২০:৩৪,অপরাহ্ন ২৭ আগস্ট ২০২৪ | সংবাদটি ৪৩৬ বার পঠিত
জুয়েল সাদত :
ফোবানার নির্বাহী সংসদের নির্বাচন ২৭ আগস্ট। মুল নির্বাচনের উত্তাপ ৫ টি মুল পদে, তারপরও সংগঠন গুলোর সদস্য পদেও ভোটাভোটি হয়ে থাকে।
পুর্বে ফোবানা কনভেনশন চলাকালীন সময়ে ভোটাভোটি হত, এজিএমের সময়। সেই পুরো ফোবানা চলাকালীন ক্যাম্পেইন নিয়ে অনেকে বিব্রতবোধ করতেন। হোটেলের রুমে রুমে রুদ্বদ্বার প্রার্থিরা ক্যাম্পেইন করতেন, এতে অনেক বড় বিভাজনের সৃষ্টি হত। গত এজিএমে এ বিষয়ে আলাপ আলোচনা হয়।
এবার ফোবানার নমিনেশন আবেদন প্রত্যাহার ও নির্বাচন সবই আগাম হচ্ছে। আগামী ২৭ আগস্ট নির্বাচন সম্পন্ন হলে ৩০ তারিখ যখন সবাই ফোবানায় আসবেন তখন নির্বাচিতদের সাথে দেখা সাক্ষাৎ হবে। এটাই ফোবানার বিউটি হিসাবে অনেকেই মন্তব্য করেছেন।এবার ফোবানার নির্বাহী পরিষদে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করছেন দুজন সিনিয়র ফোবানা ভেটারান দিলু মওলা (আটলান্টা) ও মাসুদ রব চৌধুরী ( লস এনজেলস) ।
সহ সভাপতি ১ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এম রহমান জহির ( ফ্লোরিডা) , ডা: মোহাম্মদ আলী মানিক( আটলান্টা) ও এ টি এম আলম ( ওয়াশিংটন)। এক্জিকিউটিভ সেক্রেটারি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবীর আলমগীর ( নিউ ইয়র্ক) , জয়েন্ট সেক্রেটারি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ আহমদ রউফ ( শিকাগো) ও সামশুদ্দিন মাহমুদ ( ওয়াশিংটন)। কোষাধ্যক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. প্রিয়লাল কর্মকার ও মহিউদ্দিন দুলাল ( আটলান্টা)।
মুল ৫ টি পদেই হবে নি্র্বাচন। এাছাড়াও আাউটস্টেন্ডিং মেম্বার ৯ জন এবং মেম্বার অর্গানাইজেশন হিসাবে ১৭ টি সংগঠন নির্বাচিত হবে। মোট ৩১ সদস্য বিশিস্ট ফোবানার ১ বছর মেয়াদী নির্বাহী পরিষদ। নির্বাচন কমিশনার হিসাবে আছেন ডিউক খান ( আটলান্টা) ও মাহবুব রেজা রহিম ( আরিজোনা) । আগামী ৩০ আগষ্ট ৩৮ তম ওয়াশিংটন ফোবানায় নতুন কমিটি দায়িত্ব গ্রহন করবেন।
এই নতুন কমিটি ২৭ তারিখ নির্বাচিত হবার পর ৩৯ তম আটলান্টা ফোবানায় দায়িত্ব পালন করবে। বাংলাধারা ৩৯ তম আটলান্টা ফোবানা হোস্ট করছে।
ইলেকট্রিক সিস্টেমে ইষ্টার্ন টাইম ২৭ আগস্ট বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট দিতে পারবেন। সময়টা নানা শহরে নানা সময়, ইস্টার্ন টাইম হিসাবে পুল অপেন হবে বলে জানা গেছে।
৩৮ তম ওয়াশিংটন ফোবানার প্রস্তুুতি শেষ ধাপে। সব কিছুর প্রস্তুুতি চুরান্ত বলে জানিয়েছেন হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু। এবারের ফোবানায় আমেরিকার ৩০ টি স্টেট থেকে প্রবাসীরা উপস্থিত থাকবেন বলে জানাগেছে।