জাতীয় শোক দিবস। বৈষম্যের ইউ টার্ন
প্রকাশিত হয়েছে : ৮:২৫:২৫,অপরাহ্ন ১৮ আগস্ট ২০২৪ | সংবাদটি ৬৭৪ বার পঠিত
জুয়েল সাদত :
জাতির জনক ৩০৫৩ জন জেলে জীবন কাটিয়েছেন দেশের জন্য । হিসাবটা মেলাবেন। তিনি আছেন- থাকবেন আমাদের হৃদয়ে।
আমি আমরা কোটা আন্দোলনের নিয়মতান্ত্রিক আন্দোলনটাকে সাপোর্ট করেছি।। আমি প্রত্যকটা গুলির তদন্ত চাই। প্রত্যকটা হত্যাকান্ডের বিচার চাই।
যে পুলিশদের ফুল দেয়া হচ্ছে। এই পুলিশরাই ছাত্রদের গুলি করেছে। এই সংখাটা কত?
বাট পুলিশরা কতগুলো মানুষ মেরেছে। কেন মেজর জে : ( অব) শাখাওয়াত বলেছিলেন, গুলি গুলো পুলিশের না। কেন গুলি মারা হয়েছে পেছন দিক থেকে।। পুলিশ তো গুলি করেছে সামনের দিক দিয়ে।
সিলেট মেডিক্যাল থেকে জেনেছি গুলিগুলো অনেক বড় ছিল।
ছাত্ররা জনস্রোত তৈরী করেছিল। তাদের দাবীগুলো যৌত্রিক ছিল।
তাদের আন্দোলন টা তাদের হাত থেকে ছিনতাই হল। কেন অসহযোগ আন্দোলন ১ দিন এগিয়ে নেয়া হল?
৯ দফাকে, কে বা কারা ১ দফায় নিল।
অবশ্যই আওয়ামীগের অপশাসন ছিল? সুশাসন দিতে পুরোটা ব্যার্থ ছিল আওয়ামীগের লোকজন ও সরকার।।
অবশ্যই সরকারের ব্যার্থতা ছিল চরম । বেনজির, মতিয়ার ও বিসিএস প্রশ্ন পত্র ফাস এগুলোর দায়দায়িত্ব কার ছিল।। অনেকবার বলেছি, “আল্লাহ সীমালঙ্গনকারীদের পছন্দ করেন না” । আমি ব্যাক্তিগত ভাবে ছাত্রদের পক্ষের সব সময়। সত্যটা বলেছি, বলে যাব।।
তবে যারা বেনিফিসারী তারা ছাত্রদের দিয়ে কাজটা করে ফেলেছে।
আওয়ামীগের চলে যাওয়া ২ /৩ বছর আগেই দরকার ছিল।। আওয়ামীলীগটা আওয়ামীগের মধ্যই ছিল না, এস আলম গ্রুপ আওয়ামীলীগটা কিনে ফেলেছিল।
চিন্তা করা যায় ৬ টি ব্যাংক এস আলমের। বেসিক ব্যাংক তো আগেই শেষ। সরকার শেষ মুহুর্তে ব্যাংক গুলো মার্জ করার চেষ্টায় ছিল।। এই লুটপাটের দায়িত্ব শেখ হাসিনাকে নিতেই হবে।
কে পোড়াল ৩২ নম্বর যাদুঘর ?
কে পোড়াল আবাহনী ক্লাব?
কে পুড়ালো থানা গুলো? কে পুড়ালো আওয়ামীলীগ কার্যালয়? কেন ১৫ আগস্ট শোক দিবস ছুটি ক্যানসেল? কেন ৩২ নম্বরে কাটাতার দিয়ে আটকে রাখা হল? কেন মানুষদের রাস্তাঘাট এ উলঙ্গ করা হচ্ছে? কে বা কারা কারাগার লুট করল, অস্ত্র ছিনতাই করল?
গিয়াস উদ্দিন আল মামুন কে কে ছাড়ল?
কোটা আন্দোলনের পর বা সরকার এর চলে যাবার পর লুটপাট / অগ্নিসংযোগ / গন ভবন ধবংস / মানুষকে উলঙ্গ করার কি দরকার ছিল।
মুক্তিযোদ্বের বিরোধী শক্তি আওয়ামীলীগের সাথে ফাইট দিয়ে জিতেছে । আর সেনাবাহিনী প্রধান এর অপরিপক্বতার জন্যই দেশের জানমালের ধ্বংস হল। জনাব ওয়াকার একজন অযোগ্য সেনাপ্রধান।। সেনাপ্রধান তার ব্যার্থতা এড়াতে পারেন না।
যারা বলছেন আবেগে, নতুন স্বাধীনতা, এটা তো গন অভ্যুত্থান। এটা একটা সরকারের বিরুদ্ধে জনরোষ।। সরকারকে নামিয়ে ফেলা।
জাতির জনককে অপমান করা হল ?
শেখ হাসিনা / আওয়ামী লীগ / বঙ্গবন্ধু তিনটা তিন জিনিস।।
শেখ হাসিনা সুশাসন দিতে পারেন নাই, লুটপাটকারী দের আটকাতে পারেন নাই।
উন্নয়নের নামে হরিলুট হয়েছে। এটা ২০০ ভাগ সত্য।
তবে জামায়াতের কোটা আন্দোলনে সরকার পড়ে গেছে। এই হত্যাকারীরা শুধু পুলিশ ছিল না।।
গতকাল দেখলাম জাতিসংঘ বলছে ৬৫০ জন মারা গেছেন, ৩২ টা শিশু।।। এই লাশ গুলো কোথায়।। এগুলোর পোস্টমর্টেম দরকার।। যারা অবৈধ অস্ত্র দিয়ে হত্যা করেছে? তারা কারা।। এই অমানুষ গুলো কে ধরতে হবেই?
বিএনপি ও ছাত্রদল কিছুই করে নাই। তারা ভিতু, তারা জানত তারা আরও মামলা খাবে?
সরকার বিএনপির নেতাদের আটকে আই ওয়াশ করেছে। তাদের গেয়েন্দা শাখা কেউ কিনে ফেলেছিল?
তিন দিন আগে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেস্টার আলোচনা হল। আওয়ামীলীগের কেউ নাই? আওয়ামী লীগ কি কোন দল না ।
জনাব ইউনুসের সাথে দেখা করতে বিএনপির ৯ জন ও জামায়াতের ১১ জন কেন? বিপ্লবী কারা, অনেকেই জানেন না? একটু খেয়াল করুন। খালেদা জিয়া এসকর্ট পাচ্ছেন । জামায়াতের নেতারা অসাধারন রনকৌশলে তাদের দুলাভাই কে বসিয়েছেন সরকারে।
তারেক রহমানের জন্য সুখবর নাই।। মাইনাস ২ না এবার হবে মাইনাস আড়াই।।
আমরা আমাদের শহরে জাতির জনককে স্মরন করেছি, তিনি আমাদের মহানায়ক।।
৩০৫৩ দিন জেলে ছিলেন, চাইলেও তাকে অপমান করা যায় না।। তিনি বাংলাদেশের মানুষের মনের ভেতর।।। জনাব শাখায়াত আপনি ভাল থাকবেন, সত্য বললে অনেকে রাগ করে।।
সময়টা পিচ্ছিল। কর্দমাক্ত।শেষ করছি এই বলে। আওয়ামী লীগের জন্য চলে যাওয়াটা খুবই দরকার ছিল। তাদের বিশ্রাম দরকার । আওয়ামীলীগ আমলে লুটপাট, অপশাসন ও দুর্নিতী সীমা ছাড়িয়ে গিয়েছিল। এটাই সত্য। উন্নয়নের নামে লুটপাট হয়েছে।। প্রশাসন ও পুলিশ ছিল বেপরোয়া। আওয়ামী লীগের ৮০ শতাংশ নেতাকর্মী রা বৈষম্যের স্বীকার ছিলেন। অল্প কিছু সংখ্যক রাজত্ব করেছেন।।
যারা আহত হয়ে হসপিটালে আছেন, পঙ্গুত্ব বরন করেছেন, তাদের জন্য দোয়া । যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, যাচ্ছেন – আল্লাহ তুমি এই নিরাপরাধ ছেলেদের জান্নাতুল ফেরদৌস দান কর।।
দোষীদের শাস্তি দেবার জন্য দাবী জানাই।। সে যেই হউক।।। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। যেই সরকারে আসুন, জাতির জনককে মাইনাস করতে পারবেন না।। উনি আওয়ামীলীগের না বাংলাদেশের জনক।
আর জনাব আসিফ নজরুল আপনি জাহানারা ইমামকে কাঁদিয়েছেন।। মনে আছে, আপনি ঘাদানিক দিয়ে পথ চিনেছিলেন?
কর্ণফুলী ট্যানেল এর জন্য কেউ দাবী জানায়নি? এটা কার বেনিফিটে হল? এটায় তেমন যানবাহন যায় না।?
আমিন।।
লোখক / জুয়েল সাদত – রাজনৈতিক বিশ্লেষক। usa