ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী ও আবীর আলমগীর এক্জিকিউটিভ সেক্রেটারী
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৫৭,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০২৪ | সংবাদটি ৫১৪ বার পঠিত
জুয়ে্ল সাদত :
( মাসুদ রব চৌধুরী, আবীর আলমগীর)
ফোবানা, ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকার এর ইতিহাসে এবারই প্রথম কনভেনশনের তিন দিন আগে নির্বাচন সম্পন্ন হল। পুরোমাত্রার ইলেকট্রোনিক্স ডিজিটাল সিস্টেমে ২৭ আগস্ট নির্বাচন অনুস্টিত হল।
এবারের ২০২৪ – ২০২৫ সালের ফেবানার নির্বাহী চেয়ারম্যান হলেন গত দুই বারের সফল ভাইস চেয়ারম্যান দক্ষ সংগঠক মাসুদ রব চৌধুরী। এক্জিকিউটিভ সেক্রেটারী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবীর আলমগীর। সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ফ্লোরিডার জনপ্রিয় সংগঠক এম রহমান জহির। জয়েন্ট সেক্রেটারি হিসাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন সদালাপি, ফোবানার নিবেদিতপ্রাণ খালেদ আহমদ রউফ, খালেদ রউফ এবার ফোবানায় অনেকগুলো নতুন সদস্য অন্ত:ভুক্ত করেছেন। কোষাধ্যক্ষ হিসাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়ার দক্ষ সংগঠক ড. প্রিয়লাল কর্মকার। প্রিয়লাল কোষাধ্যক্ষ হিসাবে খুবই দজ দক্ষতার পরিচয় দিয়েছেন।
এবারের ৫ জনের মুল কমিটির ৪ জনই পুনরায় দায়িত্বে এসেছেন। এম রহমান জহির এবার টীমে নতুন।
অসাধারন টীম হিসাবে অনেকেই মন্তব্য করেছেন । ফোবানার সদ্য বিদায়ী চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর, ফোবানায় কয়েক দশক তার মেধা ও যোগ্যতা প্রফেশনালীজম দিয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ফোবানাকে লিগ্যাল এডভাইস দিয়ে নানা প্রতিকুলতা থেকে একটি ভাল মানে পৌছে দিয়েছেন।
ফোবানার নতুন চেয়ারম্যান লস এনজেলস এর কমিউনিটি একটিভিটিষ্ট মাসুদ রব চৌধুরী, একজন অসাধারন সাংগঠনিক ব্যাক্তিত্ব, ফোবানাকে ডিজিটালাইজেন,ইনফরমেটিক ও সাগঠনিক ভাবে এগিয়ে নিতে বিগত দিনে কাজ করেছেন। মাসুূদ রব চৌধুরী ফোবানাকে একটি চম্যকার ফরমেটে নিয়ে এসেছেন।
চেয়ারম্যান হিসাবে, তার প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ভাইস চেয়ারম্যান হিসাবে ২ টার্ম অনেক কিছু করেছি। এবার চেয়ারম্যান হিসাবে টীমকে নিয়ে আরো নতুন কিছু করার সুযোগ এসেছে।
এক্জিকিউটিভ সেক্রেটারী, আবীর আলমগীর একজন ভাল সংগঠক। তিনি ৩৮ তম ফোবানায় হোস্ট কমিটিকে অনেক সহযোগীতা করেছেন, যা অনুকরণীয়। আগামীতে ৩৯ তম ফোবানায় তা করবেন বলে আশা করা যায়।
এবারের ৩৮ তম ফোবানার এজিএমে আগাম ভোটের বিরোধীতা করেন অনেকেই। অনেকে আবার ভোটের রেজাল্ট কনভেশন এর আগে প্রকাশ না করার পক্ষে। তবে এবারের আগাম ভোটের কারনে, সৌহার্দপূর্ণ সম্পর্কটাকে অনেকেই প্রাধান্য দেন।
ফোবানার ২০২৪ – ২০২৫ কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান মাসুদ রব চৌ ( লস এনজেলস) সহ সভাপতি এম রহমান জহির ( ফ্লোরিডা) আবীর আলমগীর ( নিউ ইয়র্ক) জয়েন্ট সেক্রেটারি খালেদ আহমদ রউফ ( শিকাগো) , কোষাধ্যক্ষ ডক্টর প্রিয়লাল কর্মকার।
ফোবানায় ৩১ সদস্য বিশিস্ট কমিটিতে ৯ জন আাউটস্টেন্ডিং মেম্বার রোকশানা পারভীন ( ভার্জিনিয়া) , আবু রুমি ( ভার্জিনিয়া) , ডক্টর এহসান চৌধুরী হিরো ( অস্টিন), বাবুল হাই ( ওরলান্ডো,ফ্লোরিডা ), জসিম উদ্দিন ( আটলান্টা), মকবুল আলী ( শিকাগো), নুরুল আমিন নুরু ( ভার্জিনিয়া) , রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া)
১৭ টি সংগঠন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে, মাহবুব ভুইয়ার বাংলাধারা ( আটলান্টা), ডক্টর জয়নাল আবেদীন এর বাংলাদেশ এসোসিয়েশন অব লস এনজেলস ( লস এনজেলস), সামসুদ্দোহা সাগরের বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস ( বান্ট, ডালাস), ফরহাদ হোসেনের বাংলা গ্রুপ অব ডালাস ( ডালাস) , শফিকুল ইসলামের বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ( মেট্রো, ওয়াশিংটনডিসি), রেহান রেজার বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি ( ক্যানসাস), মোহাম্মদ কাজলের ম্যারিল্যান্ড ফ্যান্ডস এন্ড ফ্যামিলী ( ম্যারিল্যান্ড), আসিফ ইকবালের বাংলাদেশ এসোসিয়েশন অব মিসৌরী ( মিসৌরী) , আজমল খানের বাংলাদেশ এসোসিয়েশন অব হিউস্টন ( হিউস্টন), ডা: মোহাম্মদ আলী মানিকের বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া ( আটলান্টা), আখতার হোসেনের ফ্যান্ডস এন্ড ফ্যামিলী ডিএমভি ( ভার্জিনিয়া) , নাদিম ভুইয়া অপুর ফ্যান্ডস এন্ড ফ্যামিলী হিউস্টন ( টেক্সাস) , শফিকুল ইসলাম জুয়েলের বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা ( ফ্লোরিডা)।
২ / ১ টি শুন্য পদ পুরন করা হবে,ইসির পরবর্তী সভায়।
৩৯ তম ফোবানা আটলান্টাতে । জর্জিয়ার স্বনামধন্য সংগঠন “বাংলাধারা” হোস্ট করছে। আটলান্টার নব নির্মিত হোটেল অস্টিন এ হবে ফোবানা। কনভেনর নাহিদুল খান সাহেল জানান,আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা একটি গোছালো ও দৃষ্টিনন্দন ফোবানা উপহার দিব। নতুন অনেক কিছু থাকবে।
মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া জানান, মুল ধারার স্পন্সররাই ফোবানাকে পেট্রন করবে। আমরা বাংলদেশের এই চম্যকার ইভেন্টটাতে আমেরিকানদের সম্পৃক্ত করব। মাহবুব ভুইয়া আরো জানান, আটলান্টাতে দেখতে ও ফোবানা উপভোগ করতে সবাই আসবেন।
জুয়েল সাদত : গণমাধ্যম কর্মী / usa