লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:২০:২৯,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২৪ | সংবাদটি ৬৩৩ বার পঠিত
আব্দুল বাছির: গত ১৫ সেপ্টেম্বর রবিবার ব্যাকটনের পাওয়ার লীগ ফুটবল মাঠে অনুষ্ঠিত হল ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। এতে চ্যাম্পিয়ন হয় দত্তরাইল ফুটবল টিম এবং রানার্সআপ শিলঘাট স্পোর্টিং ক্লাব।
প্রায় তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে পরে পেনাল্টি শুট আউটেও সমানে সমান দুই টিম নৈপুন্য দেখিয়ে শেষে জয়ী হয় দত্তরাইল ফুটবল টিম (৭-৬ গোলে)
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ব্রিটেনে জন্ম ও বড় হওয়া আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত লক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ঢাকাদক্ষিণ এলাকার ৬টি টিম অংশগ্রহণ করে।
খেলায় সেমিফাইনালে নগর ফুটবল টিম শিলঘাট স্পোর্টিং ক্লাবের সাথে চমৎকার ফুটবল খেলে এবং কানিশাইল প্রবাসী ক্রিড়া সংস্থা দত্তরাইল ফুটবল টিমের সাথেও অসাধারন খেলা উপহার দেয়।
গ্রুপ পর্যায়েও বারকোট ফুটবল টিম এবং রায়গড় ফুটবল টিম খেলেছে নান্দনিক ফুটবল।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল টিম, খেলোয়াড়, ম্যানেজার ও পৃষ্টপোষক সহ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সকল সম্মানিত সদস্য, আগত অতিথিবৃন্দ, টুর্নামেন্টের স্পন্সর এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ জানান সংস্থার নেতৃবৃন্দ।
টুর্নামেন্ট শেষে পুরষ্কার বিতরন অনুষ্টানে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম। সভা পরিচালনা করেন সংস্থার জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির এবং স্পোর্টস সেক্রেটারি নূরুল ইসলাম। এতে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো: সেলিম আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি সোহেল চৌধুরী, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আনোয়ার শাহজাহান, মেম্বারশিপ সেক্রেটারি কামরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, ফান্ডরাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, ইসি মেম্বার আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল চৌধুরী, দেলওয়ার হোসেন, আজিজুর রহমান, মামুন আহমদ, মোহাম্মদ রাজিব।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, মোহাম্মদ শামীম আহমদ, খায়রুল আলম ক্যারল, বিলাল ফাহিম, জামাল খান, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, রোমান আহমদ চৌধুরী, ছালেহ আহমদ, মাকন মিয়া, কবির আহমদ, কামরুজ্জামান চাকলাদার, মিছবাহ উদ্দিন, মোহাইমিন সুন্নাহ, সেবুল আহমদ, জাকারিয়া আহমদ, নুর মোহাম্মদ সুমন, শাহজাহান খান, ফারহাত বাছির, তানভির শাহজাহান, রাসেল আহমদ, মোহাম্মদ মিতু, শ্যামল আহমদ, শাহাত, রেজওয়ান শিবলু, রিফাত বাছির প্রমুখ।