জুয়ে্ল সাদত :
এম ফজলুর রহমান, সভাপতি (ফ্লোরিডা)
ডা: মোহাম্মদ আলী মানিক, সাধারন সম্পাদক ( জর্জিয়া)
দেশের এই ক্রান্তিলগ্নে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আরো শক্তিশালী , গতিশীল এবং মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি , বঙ্গবন্ধু কন্যা , জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কয়েকটি অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন | তারই ধারাবাহিকতায় এগারোটি স্টেট্ নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ অঞ্চল গঠিত হয়েছে | স্টেট্ গুলো হলো :
ফ্লোরিডা , জর্জিয়া , মিশিগান , টেনেসি , আলাবামা , সাউথ ক্যারোলিনা , নর্থ ক্যারোলিনা , কেন্টাকি , লুজিয়ানা , মিসিসিপি , আরকানসো | এছাড়া দুটো ইউএস টেরিটরি ইউএস ভার্জিন আইল্যান্ড এবং পুয়ের্টো রিকোকে অন্তর্ভুক্ত করা হয়েছে | ফ্লোরিডার বীর মুক্তিযোদ্ধা মোল্লা ফজলুর রহমান এবং জর্জিয়ার ডাঃ মুহাম্মদ আলী মানিককে যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্বাচিত করা হয়েছে | পরবর্তীতে প্রতিটি স্টেট থেকে অন্তত একজন করে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে উপরের দুজনকে | এই আঞ্চলিক সংগঠন কারো দ্বারা প্রভাবিত না হয়ে পুরোপুরি স্বাধীনভাবে সবাইকে নিয়ে কাজ করবে | এই এগারোটি স্টেটের আওয়ামী লীগের শাখাগুলো নতুন করে গঠন এবং পুনর্গঠনের দায় দায়িত্ব এই কমিটির উপর ন্যস্ত করা হয়েছে |
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা , উপদেশ অনুযায়ী এই আঞ্চলিক দল পরিচালিত হবে।