গৌরাবাড়ী মহিলা মাদ্রাসায় সেলাই মেশিন প্রদানের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ১০:২১:৪৪,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২৪ | সংবাদটি ৩০৬ বার পঠিত
আলী হোসেন, লন্ডন:
গোলাপগঞ্জের বাঘার একমাত্র দারুল হাদিস মহিলা মাদ্রাসা “মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া” বাঘা গৌরাবাড়ী মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ । সংগঠনের সভাপতি সর্বজনাব মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় ভার্চুয়াল সভায় পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন সদস্য বিষয়ক সম্পাদক মাওলানা জাফর ইকবাল। সভাপতি তার বক্তব্য বলেন “আমরা নব নির্বাচিত কমিটি একটি ইসলামী প্রতিষ্ঠানে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে আমাদের প্রথম প্রকল্প শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করব ইনশাল্লাহ”।
সভায় বক্তারা সংগঠনের বাংলাদেশ শাখার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি মোহাম্মদ বাহা উদ্দিন, সহ-সভাপতি আবুল হাসনাত, সহসভাপতি রাহুল হোসেন সাহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম,উপদেষ্টা আতিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ, সহ-সভাপতি জামাল উদ্দিন, কোষাধক্ষ্য তাজ উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক সুফিয়ান আহমেদ প্রমুখ।