ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের বছর পূতি অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১০:২৩:০৩,অপরাহ্ন ২২ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১৯৯ বার পঠিত
মাহমুদুর রহমান শানুর, লন্ডন:
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকে এক বছর পূতি অনুষ্ঠান এবং বার্ষিক সাধারণ সভার আয়োজন করে।
গত ২০ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত এক বছর পূর্তি অনুষ্ঠান ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তছউর আলী। যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুরের পরিচালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন মৌলানা আশরাফুল ইসলাম।
চার পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল বার্ষিক সাধারণ সভা। দ্বিতীয় পর্ব – আলোচনা সভা, তৃতীয় পর্ব- সম্মাননা পদক বিতরণ এবং চতুর্থ পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি তছউর আলী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরু সাংগঠনিক বক্তব্য রাখেন। কোষাধ্যক্ষ ফরিদ আহমদ বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন এবং সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি আজন উদ্দিন, সহ-সভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি মৌলানা আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ, সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম, সহ প্রচার সম্পাদক শাহরিয়ার রহমান জুনেদ, শিক্ষা সম্পাদক মাহবুব হোসেন, স্পোর্টস সম্পাদক কবির আহমেদ খান তায়েফ, মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিন, আবদুল কাদির প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন এনাম আহমদ, মেম্বারশীপ সম্পাদক রসুম জসিম উদ্দিন, স্যোসাল এন্ড ওয়েলফেয়ার সম্পাদক খালেদ আহমেদ, এন্টারটেইমেন্ট সম্পাদক রহিম উদ্দিন মুক্তা, রিসিপশন সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ স্পোর্টস সম্পাদক কামরুজ্জামান চাকলাদার, সহ এডুকেশন সম্পাদক জিলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নির্বাহী কমিটি সদস্য হেলাল আহমেদ, এমদাদুল হোসেন জগরুল, রোকসানা পারভীন জোছনা, ফেরদৌসী জামাল, সালমা রহমান, আজিজুর রহমান, শিহাব উদ্দিন, তাজুল ইসলাম, আইঅন টিভি’র সিনিয়র রিপোর্টার সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, কিশোয়ার আনাম লিটন প্রমুখ।
অ্যালামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ডা: মাসুক উদ্দিন অনুষ্ঠানে শশরীরে উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করে ভার্চুয়ালে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
সংগঠনের এক বছর পূতি অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও আলোকিত করেন সংগঠনের সদস্যবৃন্দ। পরে মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিনের সঞ্চালনায় তৃতীয় পর্বে পাঁচজন সম্মানিত ব্যক্তিকে সম্মাননা পদক দেওয়া হয়। এটি স্পন্সর করেন সংগঠনের সহ-সভাপতি ব্যবসায়ী দেওয়ান নজরুল ইসলাম। সম্মানিত ব্যক্তিরা হলেন অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি তছউর আলী, সহ-সভাপতি মুজিবুর রহমান, কমিউনিটি এক্টিভিটিস সাফরন ও ওয়াল্ডেন টাউন কাউন্সিল এর ডেপুটি মেয়র কাউন্সিলর জুবায়ের খান মিলন, কমিউনিটি এক্টিভিটিস জমির উদ্দিন আহমেদ এবং কমিউনিটি এক্টিভিটিস ও সমাজসেবী এম শামসুদ্দিন।
উক্ত সভায় বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ একটি ঐতিহ্যবাহী এলাকা। রত্নগর্ভাদের উজ্জ্বল ভূমি। আমরা এক মনন ও আত্বীক সম্পদের সমৃদ্ধিতে ঋদ্ধ ও গর্বিত ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র শিক্ষকরা। ঢাকাদক্ষিণ তথা গোলাপগঞ্জ উপজেলার কথা শুনলে অন্যান্য এলাকার মানুষ আনন্দে উদ্বুদ্ধ হয়ে উঠেন। আমাদের এলাকা গৌরবদীপ্ত ও কৃতী সন্তানদের এক উজ্জ্বল ভূমি। এ মাটি রত্নগর্ভা ও নানন্দিক ঐশ্বর্যে ভরপুর। এর পরতে পরতে আবৃত আছে গর্ব ও গৌরবের ভান্ডার। মাটির সন্তানদের নিয়ে আমাদের ছিল সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত অতিথিরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে গান পরিবেশন করেন শিল্পী শংকরী, নাজিয়া আক্তার রেবিন, সেলিম উদ্দিন চাকলাদার, রহিম উদ্দিন মুক্তা এবং মুজিবুল হক মনি। অনুষ্ঠান শেষে অত্যন্ত মনোমুগ্ধকর আপ্যায়নের আয়োজন করা হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি লাইফ সম্প্রচার করে হাওয়া টিভি এবং সিলেটি লন্ডনী।