ওরলান্ডোতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:১৮,অপরাহ্ন ২০ আগস্ট ২০২৪ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
জুয়েল সাদত :
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আয়োজিত জাতির জনকের মৃত্য বার্ষিকীতে জাতীয় শোক দিবস অনুস্টিত হয় গত ১৬ আগস্ট ওরলান্ডোর বোম্বে গ্রীলে রাত ৮ টায়।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজিমউল্লাহ লিটনের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: মুরাদ খান ঠাকুর বলেন, চাইলেই ইতিহাস বদলানো যায় না। জাতির জনক সারা জীবন বিসর্জন দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছেন। তিনি সারা বাংলাদেশের মানুষের অন্তরেই আছেন, থাকবেন।
মুক্তিযোদ্বা ইন্জিনিয়ার ইকবাল হায়দার বলেন, আওয়ামী লীগের তিনবার বড় বিপর্যয় এসেছিল। এই বৃহদ দলটি তা মোকাবেলা করেছিল। আওয়ামী লীগের দু:সময় কেটে যাবে।
মুক্তিযোদ্ব বিষয়ক একাধিক গ্রন্থের লেখক ডা: নুরুল আমিন বলেন, জাতীর জনককে অপমান করে বাহবা কুড়ানো মানুষের পর্যায়ে পড়ে না। শেখ মুজিবুর রহমান, বিশ্বের কাছেও সম্মানিত।
মুক্তিযোদ্বা শামীম মৃধা বলেন, যারা এই শোক দিবস পালন করতে বাধা দিয়েছিল, তাদের জাতি মাপ করবে না। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে চাইলেই মুছে ফেলা যায় না।
মহানগরের সাবেক সভাপতি জয়নাল চৌধুরী বলেন, অনেক চক্রান্ত করে সরকার পরিবর্তন করা হয়েছে। ৩২ নম্বরের জাতীর জনকের বাড়ী যেটা পুড়ানো হল তার বিচার কি এই কেয়ারটেয়ার সরকার করতে পারবে। পারবে না, কারন এটা আগামীতে আপনারা পরিষ্কার বুজতে পারবেন।
কমিউনিটি একটিভিষ্ট এ কে এম হোসেন হিটু বলেন, উন্নয়ন যেমন হয়েছে ঠিক তেমনি লুটপাট দুর্নিতীও হয়েছে। তবে ৩২ নম্বর পুড়িয়ে ফেলা একটা চক্রান্ত ও দু:খজনক।
আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী আসিফ সুকন, বাহার আলম, সাইদ হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন সেন্টু বলেন, জাতির জনকের অপমান আমাদের আহত করেছে্। আন্দোলনটাকে একটি কুচক্রি মহল টাকা দিয়ে ১ দফায় নিয়েছে।
যে বুলেটে ছাত্ররা মারা গেছে, তা পুলিশের ছিল না। এগুলো একদিন বেরিয়ে আসবে।
সাধারন সম্পাদক নাজিম উল্লাহ লিটন বলেন, কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে একটি বৃহদ শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে।
সভার শেষ পর্যায়ে ডা: মুরাদ খান ঠাকুর শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট এ নিহতদের জন্য দোয়া করেন।
শোক দিবসের অনুষ্টান শেষ হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে।