প্রকাশিত হয়েছে : ৬:৪০:১৬,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২৪ | সংবাদটি ৩১১ বার পঠিত
জুয়েল সাদত, ওয়াশিংটন থেকে
উত্তর আমেরিকার ওয়াশিংটনডিসির ভার্জিনিয়ায় ৩৮ তম ফোবানার তিনদিনের কনভেশন এর উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি ভয়েস আফ আমেরিকার সাংবাদিক ও ফোবানার প্রতিস্টাতা ও ১৯৮৭ সালের ১ ম ফোবানার কনভেনর ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি কালের সাক্ষী। আজ ফোবানা নানা মাধ্যমে কাজ করে। ফোবানার ৩৮ তম আসরে আমি উপস্থিত হয়ে গৌরববোধ করছি। ৩৭ বছর আগে বেশী প্রবাসী ছিলেন না, আমরা একটি স্বপ্ন বুনেছিলাম আজ ফোবানা পুর্নতা পেয়েছে। ফোবানা যেন প্রবাসীদের বিভাজন মুক্ত রাখে।
আবীর আলমগীর ও শামীম আহমদের পরিচালনায় ফোবানায় উদ্ভোধনী অনুষ্টান শুরু হয় বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে। উদ্ভোধনী অনুস্টানে ফোবানার নির্বাহী সংসদ ও আগত অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্টটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফয়সাল আহমদ, তিনি বলেন ফোবানার পজিটিভ বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে, আমি বাংলাদেশের সকলকে মুলধারার রাজনীতিতে যোগ দেবার আহবান জানাব। বিশেষ অতিথির বক্তব্যে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড ট্যাকনোলজি এর ভিসি ইন্জিনিয়ার আবু হানিফ বলেন, ফোবানার জন্ম ওয়াশিংটনে, আজ আমরা ৩৮ তম আসরটিও ওয়াশিংটনে করছি, এটা একটা মাইলস্টোন। ফোবানার সাথে ওয়াশিংটন ইউনিভার্সিটি সব সময় একসাথে কাজ করবে।
ভয়েব অব আমেরিকার রোকেয়া হায়দার বলেন, ফোবানার নানা মুখি কাজ সমাজকে আলোকিত করছে।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃব্য রাখেন ভার্জিনিয়া স্টেট সিনেটের ডক্টর গাজালা এফ হাসমী ও সাদ্দাম এজলান সেলিম। আরলিংটন কাউন্টি বোর্ডে সোসান কানিংহাম, রিজিওনাল ডায়রেক্টর তানিয়া টলেনটো ও ইউ এস সিনেটর মার্ক আর ওয়ার্নার।
ফোবানার নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার, জয়েন্ট সেক্রেটারি খালোদ আহমদ রউফ, এক্জিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, ভাইস প্রেসিডেন্ট মাসুদ রব চৌধুরী ও চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর। ৩৮ তম হোস্ট কমিটি বাগডিসির পক্ষ থেকে বক্তব্য রাখেন মেম্বার সেক্রেটারি আবু রুমী, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনর রোকশানা পারভীন।
কনভেনর রোকশানা পারভীন বলেন, আপনাদের সকলের সহযোগীতায় আজ ৩৮ তম ফোবানা সফল হতে যাচ্ছে। আশা করছি আগামী তিন দিন আপনারা উপভোগ করবেন। হোস্ট কমিটির প্রেসিডেন্ট নুরুল আমিন বলেন, আমাদের চেস্টার ত্রুটি ছিল না, যদি কোন ভুলত্রুটি আগামী তিনদিন চোখে পড়ে, আপনারা তা সহজ ভাবে নিবেন।
ফোবানার চেয়ারম্যান এটর্নী আলমগীর বলেন, আপনারা ৩৮ তম ফোবানা সফল করতে অনেকেই সহযোগীতা করেছেন। সবাইকে ধন্যবাদ।।
রাত ৯.৩০ মিনিটে ফোবানার ভেটারান ইকবাল বাহার চৌধুরী আনুষ্ঠানিক ভাবে ৩৮ তম ফোবানার উদ্ভোধন করেন। সে সময় মঞ্চে ছিলেন ফোবানার এক্স চেয়ারম্যানবৃন্দ এবং ফোবানার প্রতিস্টাতা সময়কালের গোলাম ফরিদ আক্তার ও মাজহারুল ইসলাম।
উদ্ভোধনীর মুল অনুস্টানের পুর্বে সন্ধা ৬ টা ব্লাক টাই ডিনারের মাধ্যমে ৩৮ তম ফোবানার তিনদিনের কনভেনশন শুরু হয়।
রাত ৯.৪৫ মিনিটে বাংলাদেশের দেশের গানের সাথে ঐতিহ্যগত নাচের পরিবেশনা ও বাংলাদেশ থেকে আগত নৃত্যশিল্প মৌ ও লায়লা হাসানের দেড় ঘন্টার গীতিনাট্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। নতুন প্রজন্মের নাচের শিল্পীদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন।
উদ্ভোধনী অনুস্টান এর ভেন্যুতে নানা ভেন্ডরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ফোবানার উদ্ভোধনী অনুস্টানের সাংস্কৃতিক অনুস্টান রাত ১ পর্যন্ত চলে।
ওয়াশিংটনডিসির ওয়ার্ল্ড ব্যাংকের পাশে ছোট হল রুমে ১৯৮৭ সালে ফোবানার ১ ম সম্মেলন শুরু হয়ে ধারাবাহিক ভাবে তা ৩৭ টি সফল সমেলন এর ধারাবাহিকতায় ৩৮ তম ওয়াশিংটন ফোবানার শুরু হয়।