সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির উ্যসব মুখর পিঠা উ্যসব অনুস্টিত
প্রকাশিত হয়েছে : ১:৫৫:২২,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ১০১২ বার পঠিত
জুয়েল সাদত :
সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির আয়োজনে উ্যসবমুখর পরিবেশে পিঠা উ্যসব অনুষ্টিত।
গত ২৭ জানুয়ারী শনিবার সেন্ট্রাল ফ্লোরিডার আপনা ইভেন্ট সেন্টারে বাংলাদেশ সোসাইটির পিঠা উ্যসবে রেকর্ড সংখ্যক প্রবাসী রা উপস্থিত ছিলেন। প্রায় ১২০ টি পিঠা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এবারের জাজমেন্ট এ ছিলেন মহিলারা।। কমবেশী ৭০০ সেন্ট্রাল ফ্লোরিডার নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আপনা ইভেন্ট সেন্টারের ভেতর ও বাহিরে ছিল অসংখ্য প্রবাসীদের উপস্থিতি। অসম্ভব গোছানো পিঠা উ্যসবে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রবাসীরা ছিলেন। পিঠা উপস্থিত হবার সময় রাত ৮ টা থাকলেও রাত ৯ টা পর্যন্ত পিঠা নিয়ে অনেকেই আসেন। একটি উ্যসব উ্যসব পরিবেশ বিরাজমান ছিল, পিঠা উ্যসবে নানা শহরের প্রবাসীরা আসেন পরিবার পরিজন নিয়ে।
রাত ৯ টার পর বিচারকরা পিঠা উ্যসবের বিজয়ীদের নির্বাচন করেন। পরবর্তীতে আগত সকল প্রবাসীদের পিঠা বক্সে করে পরিবেশন করা হয়।
সোসাইটির পিঠা উ্যসবে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিল্পী জনাব খছরু, লাবনী ও রাজিব।
লাবনী অসাধারন পারফর্ম করেন, তিনি এক নাগারে অনেকগুলো জনপ্রিয় সংগীত পরিবেন করেন। জনপ্রিয় শিল্পী রাজিব, একজন অসাধারন শিল্পী, পুরো দেড় ঘন্টা একনাগারে গান গেয়ে মাতিয়ে রাখেন। রাজিব ও লাবনী অনেকগুলো ডুয়েট গান পরিবেশন করেন।
ছিল লিপির পরিচালনায় একটি চম্যকার ফ্যাশন শো। ছিল একটি খাবারের দোকান, সেখান থেকে প্রবাসীরা মুড়ি, মিষ্টি সহ পিঠা ও কিনে খান।
স্বরনকালের সব চেয়ে বড় পিঠা উ্যসবে অনেকেই পুরোনো অনেককে খুজে পান।
এই পিঠা উ্যসবে বাংলাদেশের নানা জেলার পিঠা ছিল। বিষয়, বৈচিত্র্য ও পরিবেশানয় ছিল পুরো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ জনজীবন। শৈল্পিক সৌন্দর্যে পিঠা গুলো ব্যাপক প্রশংসা কুড়ায়।
ওরলান্ডোর সবচেয়ে পুরোনো রেসিডেন্ট ডেন্টিষ্ট ডাক্তার কাশেম ৪২ বছর থেকে সেন্ট্রাল ফ্লোরিডায় বাস করেন, তিনি পিঠা উ্যসবে এসে খুব আনন্দ উপভোগ করেন। তিনি বলেন আমার আগে এই শহরে কেউ ছিল না,আজ এত প্রবাসী একসাথে দেখে ভাল লাগছে।
যারা এই অসাধারন আয়োজনে ছিলেন তারা হলেন রোমেল আহমদ , ইউনুস হোসেন, সামসুদ তোহা, জুয়েল সাদত, জনাব আলম, সহিদ ইসলাম সাহেদ, তোফায়েল আহমদ , রিফাত, মনির হোসেন, মইনুল হোসেন, , মিলন আহমদ, মারুফ আহমদ, ছমির উদ্দিন, সহিদুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম , কিবরিয়া ফরহাদ বাবলা, মোয়াজ্জেম ইকবাল, মোহাম্মদ সেলিম, সাদ জামান আপেল, মিসেস লিপি, শাহজাহান কাজী , আলভী , আলী, সিপু খন্দকার, জনাব শাহিন প্রমুখ।
বৃহদ পিঠা উ্যসবটা বাংলাদেশ সোসাইটির জন্য একটি মাইলফলক হিসাবে মর্যাদা পায়। শহরের সব গুলো সংগঠনের এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।