ফ্লোরিডায় এফ বি নিউজ 247 জমজমাট ৩য় বর্ষপুর্তি
প্রকাশিত হয়েছে : ১২:২৮:২১,অপরাহ্ন ১৪ জুলাই ২০২৪ | সংবাদটি ৫৫০ বার পঠিত
জুয়েল সাদত :
ফ্লোরিডার প্রথম টিভি এফবি নিউজ 247 চতুর্থ বর্ষে প্রদান উপলক্ষে এক জমজমাট আয়োজন করে এফ বি নিউজ 247 পরিবার।
এফ বি টিভি পাঠক প্রিয়তার মেলবন্ধনের যাত্রাপথ শুরু হয়েছিল ২০২১ সালের ৬ জুলাই। হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল তিনটি বছর। ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে ৬ জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্য আট টার সময় 7667 লেক ওয়ার্থ RD, লেক ওয়ার্থ সৈকত, ফ্লোরিডা 33467 এ নানান কর্মসূচীর আয়োজন করা হয়। এর মধ্যে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃকিত অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ামী মিশন প্রধান ইকবাল আহমেদ এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীযুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য যুবনেতা মুন্জুরুল আলম শাহীন
এছাড়া ফ্লোরিডার মূলধারার জনপ্রতিনিধিসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন ফাহিম হোসেন ও গীতা পাঠ করেন উত্তম দে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পর গাওয়া হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এর পর শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এফবি নিউজের চেয়ারম্যান নাইম খান দাদন। পরে প্রধান অতিথির বক্তব্য দেন কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ, মায়ামীর কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন ও যুবনেতা মন্জুরুল আলম শাহীন।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব চেয়ারম্যান ইশতিয়াক সিদ্দিক বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ি আলি নুর মঞ্জু, এফবি নিউজের সম্পাদক ও প্রকাশক মো. টিটন মালিক, এবিএম মোস্তফা, ডাঃ ইফতেখার আহমেদ, এমরান জনি, আওয়াল দয়ান, গোলাম মোর্শেদ, কিডনি স্পেসালিস্ট ডাঃ রাজেশ আগারওয়ালা, চক্ষু বিশেষজ্ঞ অর্চনা গুপ্তা, সাইফুল ইসলাম বুলবুল, বাংলা টাইমস ৩৬০ এর প্রধান সম্পাদক বখতিয়ার রহমান এবং সবার প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা শুভেচ্ছ বক্তব্য দেন।
এসময় ১১ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব পুরস্কার দেওয়া হয়। তাদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ইকবাল আহমেদ। উল্লেখ্য এসময় প্রাধান অতিথি ইকবাল আহমেদের হাতে পুরষ্কার তুলে দেন এফবি নিউজ পরিবার। এছাড়া অনুষ্ঠানে ২৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রশংসা পুরস্কার দেওয়া হয়।
অুষ্ঠানের পরের অংশে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পরে রাতের খাবার আয়োজনের মধ্যে শেষ হয় অনুষ্ঠানটি। সুকণ্ঠী আবৃত্তিকার কেয়া রোজারীওর উপস্থাপনায় পুরো আয়োজনে সহযোগিতা করেন আওলাদ হাওলাদার, ইশতিয়াক সিদ্দীক বাবু, অরুণ চৌধুরী, মিথাড খান, সুমন বিশ্বাস, দিপু জামান, এম কে আলম, গোলাম মোর্শেদ, মোঃ খোরশেদ ও মোস্তফা ফিরোজ।
শনিবার এফবি নিউজের 247 প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে পরের দুই দিন রোরিবার ও সোমবার বিভিন্ন সংগঠনের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এসব সভায় উপস্থিত ছিলেন, ওয়াসিংটন ডিসিস্থ বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন। পরের দিন মঙ্গলবার ফ্লোরিডা ত্যাগ করে ওয়াসিংটন ডিসির উদ্যেশে রওনা দেন প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন।
এফ বি নিউজ 247 অন্যতম কর্ণধার ও পরিচালক টিটন মালিক জানান, মায়ামীকে ঘিরে এফ বি নিউজ 247 যাত্রা শুরু। গত তিন বছরে এফ বি নিউজের চেস্টা করেছে সকলের কাছে পৌছাতে। এফ বি নিউজ 247 ফ্লোরিডার মুখপাত্র হিসাবে কাজ করে যাবে।।