“দ্যা লেগেসী ট্যুর ইউএসএ’ শো’তে চিরকুট আমেরিকায়
প্রকাশিত হয়েছে : ৫:২৭:১৭,অপরাহ্ন ১০ মে ২০২৩ | সংবাদটি ১৭৯৩ বার পঠিত
জুয়েল সাদত
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট তাদের লেগেসী ইউএসএ ট্যুর শুরু করতে যাচ্ছে আগামী ১৩ মে বোস্টন থেকে।
“দ্যা লেগেসী ট্যুর অব ইউএস এ ” নামে এই প্রথম বারের মত বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড আমেরিকার বাংলাদেশী প্রবাসী বহুল শহরে ১০ টি শো করতে যাচ্ছে বড় পরিসরে । এটি চিরকুটের তৃতীয় আমেরিকা ট্যুর।
বাংলাদেশের দৃক ও আমেরিকার জ্যামিং এন্টারটেইনমেন্ট যৌথ ভাবে চিরকুটের ইউ এস এ ট্যুর আয়োজন করতে যাচ্ছে।
গত শনিবার চিরকুটের ইউএসএ ট্যুরের সর্বশেষ প্রস্তুুতির জুম মিটিং অনুস্টিত হয়। তানভীর তারেকের সঞ্চালনায় জুম মিটিং আলোচনা করেন,চিরকুটের শারমীন সুলতানা সুমি, দৃকের সৈয়দ ইরফান উল্লাহ,জ্যামিং এর আজিজ, মিটিয়া টীমের জুয়েল সাদত, মুশফিক রহমান, মিজানুর রহমান, পাবেল আরিন নিরব,রবি প্রমুখ।
চিরকুট অস্ট্রিলিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্ডিয়া, আমেরিকায় নানা শো করেছে অতীতে।
চিরকুটের ব্যান্ড লীডার সুমি জানান,দীর্ঘ ২১ বছর পথ পাড়ি দিয়ে চিরকুট সকলের ভালবাসা পেয়েছে। এবারের ট্যুরের মাধ্যমে আমরা ভাল কিছু দিতে পারব। সব জেনারেশন এর ব্যান্ড চিরকুট ইউ এস এ ট্যুরের মাধ্যমে সব শহরের শ্রোতাদের আনন্দ দিবে।
মুল আয়োজক জ্যামিং এর আজিজ চৌধুরী জানান, জ্যামিং প্রবাসীদের ভাল কিছু দিতে চেস্টা করে। এবারের চিরকুটের শো ইতিহাস সৃষ্টি করবে। জ্যামিং নানা ব্যান্ড দল নিয়ে কাজ করে, এবার চিরকুটের ট্যুর স্মরনীয় হবে। জ্যামিং এন্টারটেইনমেন্ট দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।
দৃকের কর্নধার, সৈয়দ ইরফান উল্লাহ জানান, দৃক জ্যামিং এর সাথে এই যৌথ শো নিয়ে আশাবাদী। সব গুলো শহরকে আমরা টাচ করতে পেরে আনন্দিত। আপাতত ১০ টা শহরে শো হলেও আরো কিছু শহর যোগ হবার সম্ভাবনা রয়েছে। চিরকুটের মুল শো শুরু হবে বোস্টন থেকে, শেষ হবে ভার্জিনিয়ায়।
বোস্টন ১৩ মে, নিউ ইয়র্ক ২১ মে, শিকাগো ২৪ মে, অস্টিন ৩ জুন, ডালাস ৪ জুন, সান ফ্রান্সিসকো ১০ জুন, আরিজোনা ১১ জুন, অকলোহোমা ১৬ জুন, সিয়াটল ১৮ জুন,ভার্জিনিয়া ২৪ জুন। চিরকুটের লেগেসী ট্যুর ইউএসএ ট্যুরের মিডিয়া করডিনেটর হিসাবে আছেন সাংবাদিক জুয়েল সাদত।
পেন্ডামিকের পর পুরো আমেরিকা জুড়ে প্রবাসীদের মধ্যে নানা বিষণ্ণতায় চিরকুট এর ইউএসএ ট্যুরটা আনন্দ জোগাবে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ইউ এস এর লেগেসী ট্যুরটা নিয়ে প্রবাসীদের মধ্য ব্যাপক উ্যসাহ দেখা দিয়েছে। অনেক শো’র এক হাজার দর্শকের সাড়া পাওয়া যাচ্ছে বলে আয়োজক শহরগুলোর হোস্টরা জানিয়েছেন। চিরকুটের টীম এরই মধ্যে আমেরিকা পৌছে গেছেন। ১৩ মে প্রথম শোর প্রস্তুুতি চলছে।