৩৮ তম ওয়াশিংটন ফোবানায় নজরুল ইসলামের বায়োগ্রাফী
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:৪০,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২৪ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
জুয়েল সাদত :
৩৮ তম ফোবানার প্রস্তুুতি এগিয়ে চলছে। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ( ফোবানার) মুল ধারার ৩৮ তম আসরটি বসতে যাচ্ছে আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ লা সেপ্টেম্বর ওয়াশিংটন এর ভার্জিনিয়ায়। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটনডিসি ( বাগডিসির) আয়োজনে নানা প্রতিস্টান স্পন্সর হিসাবে যোগ দিচ্ছেন। টাইটেল স্পন্সর হিসাবে আছেন ওয়াশিংটন ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড ট্যাকনোলজি , ডায়মন্ড স্পন্সরদের তালিকায় উ্যসব গ্রুপ, আশা গ্রুপ অব কোম্পানিজ, ভাইয়া গ্রুপ, জিবি গ্রুপ ও মইন উদ্দিন দুলাল। ।
ফোবানার ৩৮ তম আসরে এবার নজরুল এর বায়োগ্রাফি উপর একটি চম্যকার ডকুমেন্টরী থাকছে। ফোবানার নির্বাহী সংসদের জয়েন্ট সেক্রেটারী খালেদ উর রউফ জানান, নজরুলের এই বায়োগ্রাফিটা ফোবানাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। ফোবানার ৩৮ তম আসরকে সফল করতে নানা সেগমেন্ট এর রিহার্সাল চলছে। এবারে নতুন ২৬ টি নতুন সদস্য অম্ত:ভুক্ত হয়েছে, যা ফোবানার জন্য মাইল ফলক।
এবারের ৩৮ তম ফোবানাকে নানা আয়োজনে সাজানো হচ্ছে। নতুন নতুন নানা স্যাগমেন্ট যুক্ত হচ্ছে। হোস্ট কমিটির প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু জানান, বাগডিসি একটি দক্ষ সংগঠন। সকলের সম্মিলিত সহযোগীতায় ৩৮ তম ফোবানার অগ্রগতি এগিয়ে চলছে। নানা ব্যাক্তি প্রতিস্টান সহযোগীতায় এগিয়ে আসছেন। নুরুল আমিন নুরু আরো জানান, এবার আমরা সারা আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের ফোবানায় সম্বর্ধিত করব।
গত সপ্তাহে, ফোবানার হোস্ট কমিটির সাথে ফোবানার নির্বাহী সংসদের একটি ফলপ্রসূ জুম মিটিং সম্পন্ম হয়েছে, ফোবানার সাথে সম্পৃক্ত সবাই নানা ভাবে সহযোগীতার আশ্বাস দিয়েছেন। উত্তর আমেরিকায় ফোবানা নামে নানা অনুষ্টানের খবর ছড়ালেও বাগডিসির ওয়াশিংটন ফোবানাই মুল ফোবানা, সেখানেই জনস্রোত ঘটবে।