সাকিবকে খাওয়া-দাওয়া বন্ধ করতে বললেন প্রধানমন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ৭:২৩:৪৭,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৮০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের জন্য তার প্রিয় খাবার রান্না করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শিশিরের জন্য খাবার পাঠালেই সাকিবকে খাবারের ব্যাপারে করেছেন সতর্ক। প্রধানমন্ত্রী সাকিবকে বলেছেন, ‘তোমার ওজন তো বেড়ে গেছে! খাওয়া-দাওয়া বন্ধ কর।’
সাকিবের স্ত্রী শিশির বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো রান্না করেন। কিন্তু আমি তেমন কিছু খাচ্ছিলাম না দেখে নিজ হাতে একটা বিশেষ আইটেম বানিয়ে খাওয়ালেন আমাকে।’
শিশির বলছিলেন, ‘সাকিবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওজন এত বাড়িয়েছ কেন? ওজন কমাও। খাওয়া-দাওয়া বন্ধ কর। ফিটনেস ঠিক রাখ।’
তবে যেহেতু সাকিব এখন খেলছেন না, তাই তিনি খাবারে লাগাম টানতে চাইছেন না বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।