logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত


প্রকাশিত হয়েছে : ৬:৩২:৩৯,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২২ | সংবাদটি ১৭০৩ বার পঠিত

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬টি দল ঘোষণা করেছে তাদের সেরা স্কোয়াড।

বিশ্বকাপ উপলক্ষ্যে গেল সেপ্টেম্বরেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করেছিল। তবে মূল পর্বে খেলা দলগুলোর ক্ষেত্রে নিয়ম ছিল, ১৫ অক্টোবর পর্যন্ত পরিবর্তন করার সুযোগ থাকবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মূল স্কোয়াডে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

সাব্বির রহমান ও সাইফউদ্দিনের জায়গায় টিম টাইগার্সের বিশ্বকাপ দলে নেয়া হয়েছে সৌম্য সরকার ও শরীফুল ইসলামকে। এদিকে, চোটে পড়া যসপ্রীত বুমরাহরর বদলি হিসেবে ভারতের স্কোয়াডে নেয়া হয় মোহাম্মদ শামিকে। আর লেগ স্পিনার উসমান কাদিরের জায়গায় বাঁহাতি ব্যাটসম্যান ফখর জামানকে দলভুক্ত করেছে পাকিস্তান। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াসের জায়গায় দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যুক্ত করেছে মার্কো ইয়ানসেনকে।

বিশ্বকাপ শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড:

বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী।

ভারত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং ও মোহাম্মদ শামি।

পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও শান মাসুদ।

অস্ট্রেলিয়া স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুকস, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও অ্যালেক্স হেলস।

নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লাচলান ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্ল্যাসেন, রেজা হেন্ড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, রিলি রোসোউ, তাবরিজ শামসি, ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন।

শ্রীলঙ্কা স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মদুশান।

জিম্বাবুয়ে স্কোয়াড:
ক্রেগ এরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস ও মিল্টন সুম্বা।

আফগানিস্তান স্কোয়াড:
মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই, দরবেশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।

নামিবিয়া স্কোয়াড:
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলঙ্ক, ডেভিড উইজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, টানজেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স ও হেলাও ইয়া ফ্রান্স।

নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শরিজ আহমেদ, লোগান ভ্যান বিক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোলেফ ভ্যান ডার মারউই, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডউড, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।

সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড:
সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শরাফু, আয়ান খান।

আয়ারল্যান্ড স্কোয়াড:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও গ্রাহাম হিউম।

স্কটল্যান্ড স্কোয়াড:
রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুন্সি, মিচেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফইয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথিউ ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স ও ক্রেগ ওয়ালেস।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইয়ানিক ক্যারিয়া, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, রেমন রেইফার, ওডেন স্মিথ ও শামার ব্রুকস।

খেলাধুলা এর আরও খবর
চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
৫ ম ওয়ার্ড ফেয়ার এন্ড ফেস্ট এ “আমার স্বপ্নের পৃথিবী”
৫ ম ওয়ার্ড ফেয়ার এন্ড ফেস্ট এ “আমার স্বপ্নের পৃথিবী”
৩৯ তম আটলান্টা ফোবানার নিউইয়র্কে জনসংযোগ সম্পন্ন
৩৯ তম আটলান্টা ফোবানার নিউইয়র্কে জনসংযোগ সম্পন্ন
ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির বৈশাখ উদযাপন
ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির বৈশাখ উদযাপন
নিউইয়র্কে ৩৯ তম আটলান্টা ফোবানার  জনসংযোগ ৯-১১ মে
নিউইয়র্কে ৩৯ তম আটলান্টা ফোবানার জনসংযোগ ৯-১১ মে
২৪ ও ২৫ মে টেম্পায় ৫ ম  ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট
২৪ ও ২৫ মে টেম্পায় ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট
মে দিবসের অনুগল্প
মে দিবসের অনুগল্প
সিরাজগঞ্জে আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন বিএনপির বড় নেতা
সিরাজগঞ্জে আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন বিএনপির বড় নেতা
ভার্জিনিয়ার সংগঠন গুলোর সাথে আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময়
ভার্জিনিয়ার সংগঠন গুলোর সাথে আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময়
ভার্জিনিয়ায় আটলান্টা ফোবানার মিট এন্ট গ্রীট সম্পন্ন 
ভার্জিনিয়ায় আটলান্টা ফোবানার মিট এন্ট গ্রীট সম্পন্ন 
২৬ এপ্রিল ৩৯ তম ফোবানার মিট এন্ড গ্রীট ভার্জিনিয়ায়
২৬ এপ্রিল ৩৯ তম ফোবানার মিট এন্ড গ্রীট ভার্জিনিয়ায়
প্রবাসী শ্রমিকদের বেতনের কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক
প্রবাসী শ্রমিকদের বেতনের কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক
মুল ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই
মুল ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত
উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জাসদের জরুরি আহ্বান
উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জাসদের জরুরি আহ্বান
লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ
লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ সফলভাবে সম্পন্ন
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ সফলভাবে সম্পন্ন
একজন আদর্শ মায়ের গল্প :
একজন আদর্শ মায়ের গল্প :
একজন আদর্শ মায়ের গল্প :-
একজন আদর্শ মায়ের গল্প :-
৭ জানুয়ারী  ঢাকায় ৩৯ তম ফোবানার মীট এন্ড গ্রিট
৭ জানুয়ারী ঢাকায় ৩৯ তম ফোবানার মীট এন্ড গ্রিট
© 2010-2025 AmaderProtidin.com
All Rights Reserved
Editor. Anwar Shahjahan
News Editor (English Section). Tanvir Shahjahan
Email: amaderprotidinnews@gmail.com
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Go to top