চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১:৫৪:০৫,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ১৮০৪ বার পঠিত
চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মেয়েরা। নেপালের কর্দমাক্ত মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা প্রথমেই একটু বেকায়দায় পড়ে যায়। তবে সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করে। ম্যাচের শুরুতেই বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার এক দুর্দান্ত শট রুখে দেয় নেপালের গোলকিপার।
তবে গোলের তৃষ্ণা মিটেছে অল্প সময়েই। ১০ম মিনিটে চোটের কারণে সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়র নামানো হয়। এর তিন মিনিট পরেই দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। এই গোল বাংলাদেশকে সম্ভাবনার জায়গায় পৌঁছে দেয়।
তবে এক গোল ব্যাবধান এগিয়ে থাকা বাংলাদেশের জালে ৩৬ তম মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল নেপাল। গোলবারে বল লাগার পর বল নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্স। ৪১তম মিনিটে সাবিনার পাস থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি সরকার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধ শুরুর আগেই বাংলাদেশের জয়ের পথ অনেকটা উজ্জ্বল হয়ে ওঠে। দেশের সর্বত্র এই ফাইনাল এখন আলোচনায়। দর্শক ভক্তরা ইতোমধ্যে বাংলাদেশের জয়ের অপেক্ষায়। বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছে, একই সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র কিছুটা দূরে অপেক্ষা করছে। এই প্রতিবেদন লেখার সময় ৫৯ মিনিটের খেলা চলছিল, আর বাংলাদেশের মেয়েরা সেই ২-০ গোলে এগিয়ে রয়েছে।