নতুন বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:৪৬,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠেছেন শিক্ষার্থীরা। ইংরেজি বছরের প্রথমদিন মানে খালি হাতে স্কুলে এসে নতুন বই নিয়ে বাড়ি ফেরা। এজন্য ১ লা জানুয়ারী দিনটিকে পাঠ্যবই উৎসব হিসেবে ঘোষণা করেছে সরকার।
বুধবার (১ জানুয়ারী) সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন উপজেলায়ও পালিত হয় পাঠ্যবই উৎসব। দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর মাশা মডেল টাইনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই নিতে সকাল থেকেই ছুটে আসে স্কুলে। আর বই পেয়ে আনন্দ উল্লাস করতে করতে বাড়ি ফিরেন তারা।
বই বিতরণ শেষে শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূনের সভাপতিত্বে ও শিক্ষক আহবাব হোসেনের পরিচালনায় পাঠ্যবই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ইমরান আহমদ, সহকারী শিক্ষক মিটু কান্তি দেব, শিক্ষিকা লোপা বেগমসহ অভিভাবক ও এালাকাবাসী।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ‘প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সিলেট বিভাগের চার জেলায় ৩০ লাখ ৫০ হাজার ৮৮৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ২৫৩টি নতুন বই।’