ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ৭:২০:২৩,অপরাহ্ন ১৪ জুলাই ২০২৩ | সংবাদটি ১১১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন রিপোর্ট:
সিলেট প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পূর্ব লন্ডনের আট্রিয়াম বাংকুমোয়েটিং হলে বিকাল ৪টা হলে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, প্রীতিভোজসহ প্রাক্তন ছাত্র-শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করবেন।
গৌরবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতিবিজড়িত লেখা নিয়ে “গৌরবের ১২৫ বছর” নামে একটি উন্নতমানের বৃহদাকার স্মারকগ্রন্থ প্রকাশিত হবে। যে সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা রেজিস্ট্রেশন করবেন তাঁদের ছবি সহ পরিচিতিও থাকবে স্মারকগ্রন্থে।
আগামী ১৫ জুলাই থেকে যুক্তরাজ্য এবং ইউরোপে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইন অথবা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ২৫ পাউন্ড। উদযাপন কমিটির অফিসিয়াল ফেইসবুক পেজে অনলাইন লিংক রয়েছে। এছাড়াও রেজিস্ট্রেশন উপ-পরিষদের (07956 891030) যে কোন সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারেন। যুক্তরাজ্য এবং ইউরোপে বসবাসরত যে কোন শিক্ষক/শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিতব্য স্বারকগ্রন্থে বিজ্ঞাপন এবং শুভেচ্ছা বার্তা দিতে হলে যুগ্ম-আহবায়ক আনোয়ার শাহজাহানের সাথে (07957 981636) ৫ সেপ্টেম্বর এর মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকে’র সাধারণ সম্পাদক ইয়ামীম দিদার (07723 606936) এবং কোষাধ্যক্ষ মো শামীম আহমদ (07946 011952) এর সাথে অনুষ্ঠান সম্পর্কে যে কোন তথ্য জানতে পারবেন।
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ খান এবং সদস্য সচিব আব্দুল বাছির অনুষ্ঠান সফল এবং প্রাণবন্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।