গোলাপগঞ্জে পঞ্চম শ্রেণী পড়ুয়া দু্ই শিক্ষার্থীর শততার নজির
প্রকাশিত হয়েছে : ৮:০০:৪৭,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৮৯৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী শততার পরিচয় দিয়েছে। বড় অংকের কিছু টাকা কুড়িয়ে পেয়ে মালিকের কাছে ফিরিয়ে দিতে স্থানীয় এক ব্যবসায়ীর হেফাজতে দিয়েছে তারা। এ শততার জন্য দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে দুই শিক্ষার্থী।
জানাগেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর ১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী সাফি ও তানভীর স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার সময় আজিরের দোকানের সম্মুখে বেশ কিছু টাকা কুড়িয়ে পায় তারা। কুড়িয়ে পেয়ে দুই বন্ধু মিলে টাকাগুলো নিয়ে যায় স্থানীয় এলাকার ব্যবসায়ী কবির আহমদের কাছে। টাকাগুলো বর্তমানে ঐ ব্যবসায়ীর জিম্মায় রয়েছে।
টাকার প্রকৃত মালিককের সন্ধানে মাইকিং করা হলে খোঁজ মিলে। উপজেলার আমনিয়া বাজারের এক কাঁচামালের ব্যবসায়ীর। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় হাজিপুর স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কুড়িয়ে পাওয়া টাকাগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী কবির আহমদ।