লটারির করে ধান বিক্রির ভাগ্য খুললো ৫১২ কৃষকের!
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:০০,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারের কাছে সরাসরি ধান বিক্রির জন্য লটারির মাধ্যমে ভাগ্য খুলেছে ৫১২ কৃষকের।
সোমবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২৮ হাজার ৪১৯ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫১২ জন কৃষকের নামের তালিকা প্রণয়ন করা হয়। লটারির মাধ্যমে তালিকাভুক্ত ওই ৫১২ জন কৃষক সরাসরি বালিয়াডাঙ্গী উপজেলার দুটি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবে।
তবে বোরো ধান সংগ্রহ অভিযানে এবারই প্রথম লটারির মাধ্যমে কৃষকের তালিকা প্রনয়ণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায়। এর আগে সরকারিভাবে ধান ক্রয় করা হলেও তাতে লাভবান হতে পারেনি কৃষক। এ পদ্ধতিতে ধান সংগ্রহ করা হলে সরাসরি কৃষক উপকৃত হবে বলে মন্তব্য জানান উপজেলা প্রশাসন।
উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন বলেন, ১ম ধাপে ৬৪ জন কৃষকের কাছ থেকে ৪০০ কেজি করে ধান সংগ্রহ অভিযান শেষ হয়েছে। ২য় ধাপের মাথাপিছু কৃষক ১ মেট্রিক টন ধান দিতে পারবে। উপজেলার ৮টি ইউনিয়নে ৩টি করে ২৭টি ব্লকে ভাগ করা হয়েছে। সে অনুযায়ী লটারির মাধ্যমে কৃষকের তালিকা প্রণয়ন করা হয়। এই ধান সংগ্রহ অভিযান চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। এরপর ধান ক্রয় উন্মুক্ত করে দেওয়া হবে।