সেমিফাইনাল থেকে ঘরে ফিরলো ভারত!
প্রকাশিত হয়েছে : ৩:১২:২৪,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯ | সংবাদটি ৮২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ঘরে ফিরলো ভারত। ১৮ রানে হেরে ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ওঠতে ব্যর্থ হয় তারা। আর এই জয়ে পরপর দুইটি বিশ্বকাপের ফাইনালে ওঠলো নিউজিল্যান্ড।
বুধবারের খেলার শুরুটাই ভালো হয়নি ভারতের। প্রথমেই ৪ বলে মাত্র ১ রান করে ফিরে যান এবারে বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা ওপেনার রোহিত শর্মা।
এরপর ফিরে যান অধিনায়ক কোহলি, কোহলির রাহুলও ১ রান করে বিদায় নেন। হেনরি ও ট্রেন্ট বোল্টের আঘাতে শুরুতে চরম বিপর্যয়ে ভারত। তবে বিপর্যয় থেকে কিছুটা উতড়ে ওঠার চেষ্টা করেন ঋষভ পান্থ ও দীনেশ কার্তিক। কিন্তু তাতে কোন লাভ হয়নি। নিউজিল্যান্ডের বোলিং তাণ্ডবে দাঁড়াতে পারেননি দীনেশ কার্তিক। ২৫ বল খেলে মাত্র ৫ রান করে হেনরি বলে ফিরে যান। হেনরি এরই মধ্যে ৩ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দিয়েছেন।
দীনেশ কার্তিক ফিরে গেলে কিছুটা হলেও প্রতিরোধ করার চেস্টা করেন ঋষভ পান্থ। নিউজিল্যান্ডের বোলিং তাণ্ডব মোকাবেলা করে ৫৬ বলে ৩২ রান করেন। কিন্তু মিচেল স্যান্টনার বলে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন জাদেজা ও ধোনি। ব্যাট হাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন এই দুইজন। ৩৯ বলে ৩ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা। শেষ পর্যন্ত লড়াই করে ৪টি ছয় ও ৪টি চারে ৫৯ বলে ৭৭ বলে ট্রেন্ট বোল্ট বলে ফিরে যান। অন্যদিকে, ৭৭ বলে ৫০ রান করে রান আউট হয়ে ফিরে যান ধোনি।
এরপর ফার্গুসনের বলে কোন রান না ফিরে যান ভুবেনেশ্বর কুমার। সবশেষ ৫ রান করে জেমস নিশামের বলে ফিরে যান চাহাল।
এর আগে বিশ্বকাপের মাঝে বৃষ্টি হানা দিলেও কয়েক দিন বিরতি ছিল। ফের বিশ্বকাপে হানা দিয়েছে বৃষ্টি। এর কবলে পড়ে মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল গড়িয়েছে রিজার্ভ ডেতে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ৪৬.১ ওভার খেলা হয়েছে। এসময়ে ৫ উইকেটে ২১১ রান তুলেছেন কিউইরা। বুধবার সেখান থেকেই খেলা শুরু হলো। রস টেইলর ৬৭ ও টম লাথাম ৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।
কিন্তু বেশি এগিয়ে নিতে পারেননি তারা। রস টেইল আউট হলে যাওয়া আসার মধ্যে থাকে সবাই। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউজিল্যান্ড। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৪০ রান।
এর আগে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৯ জুলাই) মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৪ বলে ১ রান করে বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেন গাপটিল।
এরপর দলের ব্যাটিং বিপর্যয় সামলে ধীরগতিতে এগিয়ে যেতে থাকেন উইলিয়ামসন ও নিকোলস। তবে সেই জুটিতে আঘাত করেন জাদেজা। ৫১ বলে ২৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন নিকোলস। তবে দলের ব্যাটিং বিপর্যয়ে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি ৭৯ বলে ৪ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তবে ব্যক্তিগত ৬৭ রানে চাহালের বলে জাদেজার হাতে তালুবন্ধি হয়ে ফিরেন তিনি। উইলিয়ামসনের ফেরার পর ফিরে যান নিশামও।
তিনি ১২ রান করে হার্দিকের বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। অন্যদিকে ৭৩ বলে ২ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন টেইলর। এরপর ১৬ রান করে ভুবির বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরেন গ্র্যান্ডহোম। এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে।
নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশঃ রোহিত শর্মা, লুকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।