শ্রীলঙ্কার কাছে স্বাগতিকদের হার, সেমির আশা টাইগারদের!
প্রকাশিত হয়েছে : ৯:৩৪:৪৮,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ৫২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের সেমিফাইনালে ওঠাটা কঠিন। এই লক্ষ্য পূরণ করতে হলে পরের তিনটি ম্যাচই জিততে হবে। শুধু জিতলেই চলবে না পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। আপাতত বাংলাদেশের কাজটা একটু সহজ করে দিয়েছে শ্রীলঙ্কা।
শুক্রবার শ্রীলঙ্কা ২০ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে। এই বিশ্বকাপে যে রকম দূর্ধর্ষ ফর্মে আছে ইংল্যান্ড তাতে কেউ বিশ্বাসই করেনি স্বাগতিকরা লঙ্কানরা কাছে হেরে যাবে। কেউ যা ভাবেননি তাই হয়েছে। আর তাতেই নতুন করে জমে উঠেছে বিশ্বকাপ।
বিশ্বকাপের আগে থেকেই ইংল্যান্ডকে দেখা হচ্ছিল সেমিফাইনালে সম্ভাব্য চার দলের একটি হিসেবে। প্রত্যাশা মিটিয়েই পারফর্ম করছিল ইয়ন মরগ্যানের দল। কিন্তু লঙ্কানদের কাছে হারের পর সেমিতে ওঠার সমীকরণ তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইংল্যান্ড।
দলটির হাতে রয়েছে আর তিন ম্যাচ। এই তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ-ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ওয়ানডে র্যাং কিংয়ের দ্বিতীয় দল ভারত আর সবশেষ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। এই তিন ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ইংল্যান্ডের। রানরেট ভালো থাকায় এর মধ্যে দুটি ম্যাচ জিতলেও নিশ্চিত হতে পারে সেমিফাইনাল।
এমনকি একটি ম্যাচ জিতলেও মরগ্যানের দলকে দেখা যেতে পারে শেষ চারে, তবে সে ক্ষেত্রে অন্যান্য ম্যাচের ফল নিজেদের পক্ষে থাকতে হবে। কিন্তু ইংল্যান্ড যদি তাদের বাকি তিন ম্যাচ জিততে পারে, তাহলে আর কোনো সমীকরণের দরকার পড়বে না।
পয়েন্ট টেবিলে শীর্ষ চারের পরেই ৬ পয়েন্ট নিয়ে আছে শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশ আছে ৫ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের বিশ্বকাপ এখন অনেকটাই এশিয়া কাপে রূপ নিয়েছে। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে তিনটি জয় বাংলাদেশকে ১১ পয়েন্ট এনে দেবে। কাজটা কঠিন, কিন্তু সেমিফাইনাল খেলতে চাইলে কঠিন কাজ যে করতেই হয়। ওদিকে শ্রীলঙ্কার শেষ তিন ম্যাচ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার সেমিফাইনাল খেলার সম্ভাবনাও কিন্তু বেশ উজ্জ্বল। এই মুহূর্তে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে ৬টি দেশ। তার মধ্যে শেষের দুটি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ৬ ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৮।
কিন্তু ইতিহাস ইংল্যান্ডের পক্ষে নেই। সেটি ১৯৯২ বিশ্বকাপ থেকে। সেবারের সংস্করণ থেকে এ তিন দলের বিপক্ষে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলেও জিততে পারেনি ইংল্যান্ড। অর্থাৎ গত ২৭ বছরে মোট সাতটি বিশ্বকাপে এ তিন দলকে হারাতে পারেনি তারা। মরগ্যান অবশ্য আশাবাদী, ‘আমরা হারলে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। আশা করি, সেটাই যেন হয় (অস্ট্রেলিয়ার বিপক্ষে)।’ লর্ডসে মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।