গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ‘ভয়ংকর দুঃসংবাদ’ বাংলাদেশ দলে!
প্রকাশিত হয়েছে : ১:৩৪:৩৭,অপরাহ্ন ১৫ জুন ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপে আগামী সোমবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। এমন এক ম্যাচের আগে বাংলাদেশ দলে হানা দিল ভয়ংকর এক দুঃসংবাদ। অনুশীলন করতে গিয়ে হাতে বড় ধরনের চোট পেয়েছেন মুশফিকুর রহিম।
শনিবার সমারসেট গ্রাউন্ডে অনুশীলন করছিল বাংলাদেশ দল। অনুশীলনের একপর্যায়ে নেটে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু একপর্যায়ে ডান হাতের কবজিতে বল লাগায় আর অনুশীলন করতে পারেননি। দ্রুত নেট ছেড়ে ফিরেন ড্রেসিংরুমে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
চোট কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে ম্যানেজার খালেদ মাহমুদ বলেছেন, এখনো বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর। বরফ দেওয়া হচ্ছে। একটু অপেক্ষা করে বোঝা যাবে। ব্যথা লেগেছে, শুধু এটাই বোঝা যাচ্ছে আপাতত।
বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশ দলে ছিল ইনজুরির মিছিল। বেশ কয়েকজন খেলোয়াড় চোট থেকে সেরে উঠেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরে অংশ নিয়েছেন। আসর শুরু হতে না হতেই সাকিব আল হাসানের চোট দলের জন্য ছিল একটা বড় ধক্কা।
গত শনিবার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ঊরুতে ব্যথা পান সাকিব। এর পরই সাকিবের খেলা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাংলাদেশকে। এর পর ব্রিস্টলের একটি হাসপাতালে চোটের জন্য স্ক্যানও করানো হয় তাঁর।
এবারের বিশ্বকাপে দারুণ উজ্জ্বল সাকিবের ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৪ রান করেন তিনি। আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলেন ১১৯ বলে ১২১ রানের চমৎকার একটি ইনিংস। বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এবং সাকিবের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি।