‘হিজাব’ পুলিশের ইউনিফর্ম হিসেবে মর্যাদা পেলো!
প্রকাশিত হয়েছে : ৯:২১:০৮,অপরাহ্ন ১৩ জুন ২০১৯ | সংবাদটি ৩১৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইউরোপের দেশ স্কটল্যান্ডের পুলিশ বাহিনীতে মুসলমানদের সংখ্যা বাড়াতে হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম হিসেবে মর্যাদা দেয়া হয়েছে। সম্প্রতি দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, স্কটল্যান্ড পুলিশ চাইছে তাদের বাহিনীতে মুসলমানদের সংখ্যা বাড়ুক। কিন্তু ইউনিফর্মের কারণে অনেক মুসলিম নারীই পুলিশে যোগ দিতে অনিচ্ছা পোষণ করেন। তাই এবার দেশটির পক্ষ থেকে হিজাবকেও ইউনিফর্মের মর্যাদা দেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের পর মুসলিম নারীরা কর্তব্যরত অবস্থায় হিজাব ব্যবহার করতে পারবেন ইউনিফর্ম হিসেবে। এতে করে মুসলিম নারীদের মধ্যে পুলিশে যোগদানের আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।