টস জিতে ব্যাটিংয়ে ভারত
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:৩৫,অপরাহ্ন ০৯ জুন ২০১৯ | সংবাদটি ৩০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপের ১৪ তম ম্যাচে আজ মুখোমুখি দুই চ্যাম্পিয়ন দল, বর্তমান শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষ দুই আসরের চ্যাম্পিয়ন ভারত ।
শুরুতেই টস পর্ব, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। এ বিশ্বকাপের প্রায় সব ম্যাচেই টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন প্রতি দলের অধিনায়করা । টস হেরেও ফিল্ডিং পাওয়া অস্ট্রেলিয়ার জন্য একটু অন্য অভিজ্ঞতা হবে আজ।
রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের ওভালে শুরু হয় ম্যাচটি। ভারত নিজেদের দ্বিতীয় ও অস্ট্রেলিয়া নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে। বিশ্বকাপে নিজেদের খেলা সব ম্যাচে জয় পেয়েছে দুদলই।
ভারতের ব্যাটিং নেওয়ার কারণ শুরুতে বড় সংগ্রহের মাধ্যমে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা। এক্ষেত্রে ভারতের বড় ভরসা বিরাট কোহলি। বিশ্বসেরা এ ব্যাটসম্যানের বড় ইনিংসের দিকে তাকিয়ে আছে সবাই। এছাড়া রোহিত শর্মা ও শিখর ধাওয়ানও খেলতে পারেন বড় ইনিংস।
বল হাতে অস্ট্রেলিয়ার ভরসা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এ দুজনের যে কেউ একাই গুঁড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী ১২১ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে ভারত ও ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে অজিরা ।
দুই দলই মুখোমুখি নিজেদের সেরা পারফমারদের নিয়ে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া ।