নিউজিল্যান্ডের জাতীয় দৈনিকজুড়ে ‘সালাম’
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:৩৮,অপরাহ্ন ২২ মার্চ ২০১৯ | সংবাদটি ৭২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নিউজিল্যান্ডের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় আজ শুক্রবার ছাপা হয়েছে কেবল ‘সালাম, শান্তি’। আর বাকি জায়গাগুলো খালি রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার হয়ে গেছে আজ শুক্রবার।
গত শুক্রবার জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে নারকীয় সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসল্লি শহীদ হয়েছেন। তাদের স্মরণে ও মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে দেশটির দৈনিকগুলো এমন উদ্যোগ নিয়েছে।
দেশটির জাতীয় দৈনিক দ্য প্রেসের প্রথম পাতায় বড় অক্ষরে আরবিতে সালাম লেখা রয়েছে। এর নিচেই লেখা ইংরেজিতে সালাম, শান্তি।
এর পরে নিচে লেখা, ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলিতে নিহতদের জন্য আমরা দুই মিনিট নিরবতা পালন করেছি। এরপর শহীদদের নামগুলো উল্লেখ করা হয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোকে অবগতও করা হয়েছে।
শহীদদের লাশগুলো এখন তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ৩০ জনের লাশ শনাক্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এর মধ্যে প্রথম ধাপে বুধবার পাঁচজনের লাশ ‘ক্রাইস্টচার্চ মেমোরিয়াল সিমেটারি’ কবরস্থানে দাফন করা হয়।
এদিকে হত্যাযজ্ঞের ১ সপ্তাহ পর আজ ফের খুলে দেয়া হয়েছে ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদ। এ দুই মসজিদেই আজ বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়।