বাংলাদেশি পাসপোর্ট থাকায় ইতালি বিমানবন্দর থেকেই ফিরছেন ১৬৮ প্রবাসী!
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৫৯,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ১২০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইতালির পাসপোর্টধারী ১৪ বাংলাদেশিকে প্রবেশ করতে দেয়া হয়েছে। মানবিক কারণে প্রবেশ করতে দেয়া হয়েছে অপর এক অন্তঃসত্ত্বা নারীকে। কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে ইতালি যাওয়া ১৬৮ বাংলাদেশিকে নামতে না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে।
বুধবার (৮ জুলাই) রাতে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
এরআগে স্থানীয় সময় বুধবার রোম ও মিলানের বিমানবন্দরে ফ্লাইট দুটি অবতরণ করেছিল। তাদেরকে বিমানে আটকে রেখেই ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়া হয়।
দুটি ফ্লাইটে ১৮৩ জন বাংলাদেশি ছিলেন, তবে ১৪ জনের ইতালির পাসপোর্ট থাকায় তাদেরকে দেশটিতে প্রবেশের সুযোগ দেয়া হয়। বাংলাদেশি পাসপোর্ট থাকার পরও মানবিক কারণে এক অন্তঃসত্ত্বা নারীকে প্রবেশের অনুমতি দেয় ইতালির অভিবাসন কর্তৃপক্ষ।
তবে ফেরত পাঠানো হয় বাকি ১৬৮ জন বাংলাদেশিকে। মঙ্গলবার বাংলাদেশ থেকে ফেরত যাওয়া যাত্রীদের শরীরে করোনাভাইরাস শনাক্তের তথ্য জানায় ইতালি কর্তৃপক্ষ।
এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সব ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কাতারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় বাংলাদেশি যাত্রীরা এ সুযোগ নিয়েছিলেন। ইতালির সংবাদ মাধ্যম বলা হয়, কয়েকদিনে বাংলাদেশ ফেরত অন্তত ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।