বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব ২০২৩ পালন
প্রকাশিত হয়েছে : ৫:০৭:২৮,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৭৪৫ বার পঠিত
জুয়েল সাদত
গত ১৭ ডিসেম্বাংবর লাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বিজয় উৎসব ২০২৩ উদযাপিত হয়। বিজয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড( বঙ্গবন্ধু স্যাটেলাইট) এর চেয়ারম্যান এবং সিইও বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ ডক্টর শাহজাহান মাহমুদ । প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা আর যুদ্ধ চলাকালীন সময়ে পূর্ব পাকিস্তানের গভর্নর মনায়েম খানকে হত্যা করে যিনি বীর প্রতীক উপাধি পেয়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীর প্রতীক। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সাংস্কৃতিক পরিষদের সভাপতি পীরজাদা শহিদুল হারুন এর সভাপতি্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবু জাফর সূর্য, উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট এর প্রেসিডেন্ট ও উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা,কবি ও কথা সাহিত্যিক সালেহা ইভা, নাসির রুজ্জামান নাসির, ইমরান আলী, শেখ ওসমান গনি, মরিয়ম পাপরি, প্রমুখ বিশিষ্টজন। মুক্তিযুদ্ধের গল্পগাথা নিয়ে অনেক কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীর প্রতীক।
তিন পর্বের অনুস্টানে দুটো সম্মামনা জনানো হয়, একটি ছিল বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ বিজয় উ্যসব ২০২৩ এর সম্মামনা।
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের ৩৫ বছরের পুরোনো সংগঠন। গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকজন গুনি ব্যাক্তিত্বদের সম্মামনা জানানো হয়, তারা হলেন ই কমার্স সেরা নারী উদ্যেক্তা নাসিমা আক্তার নিসা ও দেলওয়ারা ইব্রাহীম কুমকুম ফকির ও সাংবাদিকতায় এস এম আবুল হোসেন, সাহিত্য মো : রফিকুল ইসলাম,সংগীতে মাকসুদুর রহমান মিল্কী, ক্রাইম রিপোটিং সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সাংবাদিকতায় সাংবাদিক – কলামিষ্ট জুয়েল সাদত, জনশক্তি রপ্তানীতে রওশান আরা আক্তার রত্না ও ওসমান গনি বেলাল, ঊদ্যেক্তা হিসাবে গাজী শরিফুল ইসলাম ওহিদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এদেশের প্রথম ভাষা শহীদের গান, পতাকার গান এবং মুক্তিযুদ্ধের উপর প্রথম গানের রচয়িতা কবি ও গীতিকার আনিসুল হক চৌধুরী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় দেশ বরেণ্য ২০ জন প্রখ্যাত ব্যক্তিত্বের হাতে। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের অনেক অতীত ইতিহাসের কথা বলেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সংগঠনের সহ-সভাপতি এস এম শামসুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের শিল্পী কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকা, কণ্ঠশিল্পী রানী শেখ এলিজা, কণ্ঠশিল্পী রহিমা খানম রুমা, কণ্ঠশিল্পী আফরিনা জাহান নাবিলা, কণ্ঠশিল্পী তাইয়্যেবা কবীর প্রমি,কন্ঠ শিল্পী চায়না রানী, প্রমুখ। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ লন্ডন শাখার সভাপতি নৃত্যশিল্পী পরিচালক ও নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।
তাছাড়া নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় চমৎকার দলীয় নৃত্য সকলের প্রশংসা কুড়ায়। চমৎকার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনজুর হোসেন ইশা ও শিমুল পারভিন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার সংগঠনের সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ।