গোলাপগঞ্জে একদিনে ১৩ জনসহ ১`শ ছাড়ালো আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৮:০২:৩৩,অপরাহ্ন ২১ জুন ২০২০ | সংবাদটি ৫০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে একদিনে নতুন আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় ১`শ ছাড়ালো আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্তদের মধ্যে জনপ্রতিনিধি ও ব্যাংকার রয়েছেন।
রবিবার (২১ জুন) দু`দফা তথ্যে নতুন আক্রান্তদের তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। প্রথম দফায় দুপুরে ৫ জন ও রাতে আরও ৮ জন আক্রান্তের বিষয় সাংবাদিকদের তিনি নিশ্চিত করেন।
দুপুরে আক্রান্তদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার ২৮ বছর বয়সী একজন কর্মকর্তা, পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ৩৪ বছর বয়সী এক কর্মকর্তা, ফুলবাড়ি ইউপির কিছমত মাইজভাগ গ্রামের ৩০ বছর বয়সী এক মহিলা, পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের ২১ বছরের এক তরুণ ও বাঘা ইউপির গোলাপনগর গ্রামের ৮২ বছরের বৃদ্ধের করোনা শনাক্ত হয়। তিনি ইউনিয়নের সাকেক চেয়ারম্যান ছিলেন।
রাতে আক্রান্তদের মধ্যে বুধবারীবাজার ইউপির বাগিরঘাটে একই পরিবারের ৩জন, লক্ষিপাশা ইউপির ২জন ও ভাদেশ্বর ইউপির ৩ জন রয়েছেন।
নতুন আক্রান্তরা হচ্ছেন বুধবারীবাজার ইউপির বাগিরঘাট গ্রামের একই পরিবারের এ.এফ.এম আব্দুল্লাহ (৪৫), হুসনা বেগম (৭৫) ও শাহিদা বেগম (৩৫)।
লক্ষ্মীপাশা ইউপির ফখরুল ইসলাম (১৯, নিমাদল গ্রামের এইচ এম ফজলুল বারী (৩২)।
ভাদেশ্বর ইউপির দক্ষিণভাগ গ্রামের ছদরুল ইসলাম, পশ্চিম ভাগ গ্রামের তেরাব আলী (৭০) ও তানভীর আহমদ (২১)।
এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩ জনে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন ও করোনা নিয়ে মারা গেছেন ৩ জন।