করোনা আক্রান্ত মুক্তিযুদ্ধ মন্ত্রী ও তার স্ত্রী হাসপাতালে!
প্রকাশিত হয়েছে : ১০:২৯:২৬,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৪৭১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
কেরোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনা ভাইরাসে আক্রান্ত হন। এছাড়া, আরও সাত সয়সদ সদস্যও ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিম, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া, নিজের ব্যক্তিগত সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়।
করোনা ভাইরাসে আক্রান্তদের সবাই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। এদের মধ্যে শহীদুজ্জামান সরকার ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও অন্যান্য শারীরিক জটিলতায় শনিবার (১৩ জুন) সকালে তার মৃত্যু হয়।