ঈদের খুশি ম্লান করে দিলো করোনায় সর্বোচ্চ আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ১১:১৩:১০,অপরাহ্ন ২৫ মে ২০২০ | সংবাদটি ৪৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। চলছে দেশাব্যাপী ঈদুল ফিতরের খুশি। এর মাঝে সর্বোচ্চ রেকর্ড গড়লো আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১৯৭৫ জন। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এসময়ে মারা গেছেন ২১ জন।
সর্বোচ্চ আক্রান্তের খবরে দেশবাসির ঈদের খুশি ম্লান করে দিয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৯৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন আক্রান্ত হয় ১৯৭৫ জন। এই নিয়ে বাংলাদেশে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়লো। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫,৫৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এই নিয়ে মোট মৃত্যু হলো ৫০১ জনের। আর নতুন সুস্থ্য ৪৩৩ জন আর মোট সুস্থ্য হয়েছেন ৭৩৩৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৬৮৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৯৮ হাজার ৫৮০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ লাখ ২ হাজার ১০ জন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।