গোলাপগঞ্জে নতুন আক্রান্ত যারা, পূর্বের ৬ জনের ফের প্রজেটিভ!
প্রকাশিত হয়েছে : ১১:২১:২৯,অপরাহ্ন ২৪ মে ২০২০ | সংবাদটি ৪৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আর পূর্বে আক্রান্ত ৬ জনের রিপোর্ট ফের প্রজেটিভ এসেছে।
এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫ জনে।
এরমধ্যে মারাগেছেন ১ জন ও সুস্থ্য হয়েছেন ৩ জন।
রবিবার (২৪ মে) রাতে নতুন আক্রান্ত ও পুরাতন ৬ জনের রিপোর্ট পুণরায় প্রজেটিভের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর ও টিকরবাড়ি গ্রামের বাসিন্দা রুহিন আহমদ খান (৪২)। তিনি টিকরবাড়ি এলাকার প্রথম শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিল।
আক্রান্ত অপর দুইজন গোলাপগঞ্জ উত্তর বাজার সুরমা কমপ্লেক্সের (৭৪) ও (৫১) বয়সী দুজন। তারাও ঐ কমপ্লেক্সের প্রথম শনাক্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।
আক্রান্ত অপরজন আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের বাসিন্দা (১৮)। তিনি সদ্য ঢাকা থেকে বাড়িতে আসেন। আসার পর তার স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে রবিবার করোনা প্রজেটিভ আসে।
আর পুর্বে আক্রান্ত যে ৬ জনের রিপোর্ট পুণরায় প্রজেটিভ আসে তারা সকলেই পৌরসভার টিকরবাড়ি এলাকার একই পরিবারের। তাদের পরিবারে ১৩ জন আগেই আক্রান্ত হয়েছিলেন। ১৩ জনের মধ্যে ৬ জনকে পুণরায় টেস্ট করলে দ্বিতীয়বারও তাদের করোনা ‘পজেটিভ’ আসে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন আক্রান্তদের বাড়ি ইতোমধ্যে লকডাউনে রয়েছে। আর পুরাতন আক্রান্তদেরসহ আশপাশের ৪টি বাড়িও লকডাউনে রয়েছে।