সিসিক কাউন্সিলর ও গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:০৭,অপরাহ্ন ২৪ মে ২০২০ | সংবাদটি ৬৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।
রবিবার (২৪ মে) রাতে তাদের দু’জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
জানাগেছে, শনিবার (২৩ মে) শরীরে জ্বর থাকায় নিজে ওসমানী হাসপাতাল ল্যাবে পরীক্ষার স্যাম্পল দেন আজাদুর রহমান আজাদ। পরীক্ষা শেষে রবিবার তার করোনা প্রজেটিভ আসে।
একইভাবে কাউন্সিলর রুহিন খানও নিজের স্যাম্পল পরীক্ষা করালে তারও করোনা প্রজেটিভ আসে।
তারা দু’জনই নিজ নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর রুহিন আহমদ খান তাঁদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একইসাথে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থানের আহবান জানিয়েছেন তারা দু’জনই।
একইদিন সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। এরমধ্যে ওসমানী হাসপাতাল ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন আক্রান্ত হন।
নতুন আক্রান্ত সকলেই সিলেট জেলার। এনিয়ে সিলেটে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৬৫ জনে।
এদিকে, রবিবার গোলাপগঞ্জ উপজেলায় রুহিন খান ছাড়া নতুন আরও ৩ জন আক্রান্ত হন। এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৫ জনে।